প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪
সারাদিন ডেস্ক
চীনের টেক জায়ান্ট আলিবাবার মালিকানাধীন আলী এক্সপ্রেসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা ডেভিড বেকহাম। সম্প্রতি, প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ডেভিড বেকহাম এখন এই সাইটের প্রচারণা করবেন।
মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে জার্মানিতে ইউরো ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এই ঘোষণা এসেছে। তবে ইংল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ককে কত টাকা দিচ্ছে তা প্রকাশ করেনি সংস্থাটি।
এর আগে, মার্চ মাসে,আলী এক্সপ্রেস ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সেই ধারাবাহিকতায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেকহামকে কোম্পানির ‘শো ফেইস’ করা হয়েছে। চুক্তির অধীনে, ফুটবল সুপারস্টার থেকে উদ্যোক্তায় পরিণত হওয়া বেকহাম ইউরো ফুটবল টুর্নামেন্টে গেম চলাকালীন সময়ে কোম্পানিটির বিভিন্ন পণ্য ও আকর্ষণীয় সব অফার নিয়ে ভক্তদের সামনে হাজির হবেন।