প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত হয় গোদরেজ বাংলাদেশ এবং ইউনিয়ন বিডি বিজনেস সামিট। ইউনিয়ন বিডি বাংলাদেশের বাজারে পার্ক এভিনিউ ব্র্যান্ডের একমাত্র পরিবেশক।
শনিবার (১১ মে) এই সামিটে ইউনিয়ন বিডি সেলস টিমের সদস্যসহ উভয় কোম্পানির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসার সুযোগ, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে টেকসই ব্যবসা করার জন্য বাংলাদেশের বাজারে উচ্চ মানের পণ্য দিয়ে ভোক্তাদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইউনিয়ন বিডি।
গোদরেজ-এর সার্ক বিজনেস হেড তার অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার মাধ্যমে এই অধিবেশনের উদ্বোধন করেন এবং তারপরে ইউনিয়ন বিডি হেড অব সেলস (জিএইচপিএল), হেড অব মার্কেটিং (জিএইচপিএল) এবং অন্যান্য নেতৃবৃন্দের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর ইমাম ব্যবসায়িক আলোচনা করেন।
এই সামিটের মাধ্যমে গোদরেজ এবং ইউনিয়ন বিডি একসাথে ব্যবসা বৃদ্ধির প্রতিশ্রুতি রাখে।