প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৪
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
জেলা এবং বিভাগীয় পর্যায়ে আইসিটি সেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৫ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এ সময় -প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুজব প্রতিরোধে জেলা প্রশাসকদের (ডিসি) চারটি কৌশলগত বিষয় নিয়ে কাজ করতে পরামর্শ দিয়েছেন বলেও জানান পলক।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ডিসিরা সহায়তা চেয়েছেন। গুজব প্রতিরোধে চারটি কৌশলগত বিষয় নিয়ে কাজ করতে বলেছি তাদের। আমি তাদের বলেছি সাইবার সিকিউরিটি নিশ্চিতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে আইসিটি সেল স্থাপন করব।
এ সময়-গুজব নিয়ে জেলা প্রশাসকরা চিন্তিত বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের বক্তব্যের প্রতিফলন জেলা প্রশাসকদের বক্তব্যেও পাওয়া গেছে। গুজব নিয়ে নিজেদের উদ্বেগের কথা জেলা প্রশাসকরা সরকারকে অবহিত করেছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে আন-রেজিস্টার্ড কিছু পোর্টাল আছে যারা গুজব ছড়াচ্ছেগ সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাবল অপারেটরদের পাঠানো কন্টেন্টের মান নিয়েও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার (৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে বুধবার (৬ মার্চ)।