প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. তফাজ্জল হোসেন (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রজিউন)।
শনিবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টা ২৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, পুত্রবধূ, ১ কন্যা, জামাতা, নাতি-নাতনীসহ বহু স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এই মহান শিক্ষাবিদের বিদায়ে এআইইউবি পরিবার গভীর শোকাহত। এআইইউবি পরিবার মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং মহান রাব্বুল আলআমিনের কাছে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।
সারাদিন. ২২ জানুয়ারি