প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪
সারাদিন ডেস্ক
দেশে ব্যবহৃত অবৈধ মোবাইল ফোনগুলো শিগগিরই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রবিবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, বিটিআরসি জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত সিম কার্ড ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধন করতে হবে। অবৈধভাবে উৎপাদিত বা আমদানীকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধের লক্ষ্যে এনইআইআরের (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।
এতে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ হবে। এনইআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু করতে শিগগিরই অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে। এ পরিস্থিতিতে সবাইকে মোবাইল ফোন কেনার আগে বৈধতা যাচাই করে নিতে হবে।
প্রসঙ্গত, মোবাইল ফোন কেনার আগে মেসেজ অপশনে KYD
এর আগে গত ১৬ জানুয়ারি দেশে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলে ছিলেন, দেশে অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বিটিআরসির রয়েছে।