প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩
সারাদিন ডেস্ক
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ জয়, এরপর টি-টোয়েন্টিতেও জয়। সব মিলিয়ে অনেক দিন মনো রাখার মতো ছিলো এই সফর। কিন্তু শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারার হতাশা নিয়েই অবশ্য শেষ হচ্ছে বাংলাদেশের জন্য দুর্দান্ত এক সফরের।
যদিও আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বৃষ্টি, ডিএলএস মেথডে বে ওভালের মাঠে প্রথমবারের মতো আগে ব্যাট করা বাংলাদেশ পরাজিত হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তুলেছিল স্বাগতিকরা। তখনই তারা ১৭ রানে এগিয়ে ছিল। গ্যালারিতে দর্শকদের মাঝে ছুটোছুটি ফেলে দেওয়া ঝোড়ো বৃষ্টি আর ক্রিকেটারদের মাঠে নামতে দেয়নি। ফলে ১৭ রানে জিতে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। এর আগে বে ওভালে আগে ব্যাটিং করা কোনো দলই (৮ ম্যাচ) হারেনি, যেখানে বাংলাদেশই প্রথম!
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৯.২ ওভারে ১১০/১০ (সৌম্য ৪, রনি ১০, শান্ত ১৭, তাওহিদ ১৬, আফিফ ১৪, শামীম ৯, মেহেদী ৪, রিশাদ ৯, শরিফুল ৪, তানভীর ৮, মুস্তাফিজুর ৩*; সাউদি ৪-০-২৫-২, মিলনে ৩.২-০-২৩-২, সিয়ার্স ৪-০-২৮-২, স্যান্টনার ৪-০-১৬-৪, শোধি ৪-০-১৬-০)
নিউজিল্যান্ড : ১৪.৪ ওভারে ৯৫/৫ (অ্যালেন ৩৮, শেফার্ড ১, মিচেল ১, ফিলিপস ১, চ্যাপম্যান ১, নিশাম ২৮*, স্যান্টনার ১৮*; তানভীর ১-০-১২-০, মেহেদি ৪-০-১৮-২, শরিফুল ৩.৪-০-১৭-২, মুস্তাফিজ ৩-০-১৩-০, রিশাদ ২-০-১৯-০, শান্ত ১-০-১৪-০)
ফল : বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী