প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এসময় আরও একজনকে আহত করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে হামলার পর হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর দাবি, নিহত ব্যক্তি তার সমর্থক ছিলেন। তার অভিযোগ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. আবদুস সোবহান মিয়ার সমর্থক ও লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. আবদুস সোবহান মিয়াকে ফোন দিলে তিনি ধরেননি। আর লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
নিহত এসকেনদার খাঁ কালকিনির ভাটাবালী গ্রামের হোসেন খাঁর ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী ও মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন বলে জানা গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ঈগল কর্মীদের মিছিলে নৌকার কর্মীরা হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে দশ জনের মত আহত হয়।