প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩
সারাদিন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিলের তালিকায় পড়েছিলেন পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী। প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। অবশেষে আপিল শুনানির প্রথম দিন আজ রোববার (১০ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পেয়েছেন এই প্রার্থী।
এছাড়াও বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায়ে হিরো আলমের মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর হয়েছে।
প্রার্থিতা ফিরে পেয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘এবারের নির্বাচন ভালো হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
পরে সাংবাদিকদের হিরো আলম বলেন, আমি জোর গলায় বলেছিলাম ইসি থেকে প্রার্থিতা ফিরে পাব। আমার সই ছিল না। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছি। ইসিকে ধন্যবাদ। ডাব মার্কা প্রতীকে ভোট করব।
এর আগে, আজ সকালে আপিল শুনানিতে অংশ নিতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আসেন ডলি সায়ন্তনী ও হিরো আলম। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান তারা। মনোনয়নপত্র ক্রেডিট কার্ডের বিল খেলাপের অভিযোগে বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।