Print

সারাদিন

সাড়া ফেলেছে ‘অ্যানিমেল’- নেটফ্লিক্সসহ দেশেও মুক্তি যেদিন

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

সারাদিন ডেস্ক

বিশ্ব বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘অ্যানিমেল’ । সিনেমাটি ১ ডিসেম্বর ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পায়। সিনেমাটি ১ ডিসেম্বর ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পায়। একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত রণবীর কাপুরের চলচ্চিত্র সিনেমাটি আগামীকাল ৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের সিনেমা হলে চলবে ‘অ্যানিমেল’।

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, দ্রুতই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আলোচিত সিনেমাটি।

গণমাধ্যমগুলো দাবি করছে, নেটফ্লিক্সে ‘অ্যানিমেল’ মুক্তির সম্ভব্য তারিখ জানিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি। নেটফ্লিক্সে ভার্সনে সিনেমার দৈর্ঘ্য আরও বাড়ছে ৩০ মিনিট। যা প্রায় চার ঘণ্টার কাছাকাছি।

এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুনের অনন্য মামুন জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে থেকে আনকাট ছাড়পত্র পেয়েছেন তারা। তাদের জমা দেওয়া সিনেমার কোনও অংশ বাদ দিতে বলেনি। ফলে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’। প্রাথমিকভাবে ৪৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে। পরে আরও বাড়বে।’

গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রণবীর অভিনীত আলোচিত এই সিনেমা। গতকাল পর্যন্ত সিনেমাটি ৪২৫ কোটি রুপি আয় করেছে বিশ্বজুড়ে।

অ্যাকশন ও বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো অ্যানিমেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি রুপি (ভারতের মুদ্রা)। সিনেমাটিতে রণবীর বাদে আরও আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।

Nagad
Nagad