প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটে। এদিকে ওই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন হামলার শিকার শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। খবর বিবিসির।
এসএনবিসি জানিয়েছে, শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্টে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে। ওই তিন শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, কিন্নান আবদেল হামিদ ও তাহসিন আহমেদ।
আওয়ারতানি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন, আহমেদ বুকে এবং আবদেল হামিদ সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে তাদের পরিবারের সদস্যরা বলছেন, এটি একটি ঘৃণামূলক অপরাধ।
হিশাম আওয়ারতানির চাচাতো ভাই বাসিল আওয়ারতানি বলেছেন, ‘বার্লিংটনে হিশাম তার বন্ধুদের সঙ্গে কেবল কুফিয়া পরা এবং আরবি বলার জন্য হাঁটার সময় তাকে পিঠে গুলি করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘মার্কিন পন্ডিত এবং রাজনীতিবিদদের বিপজ্জনক পূর্বনির্ধারিত বক্তব্যের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন তাদেরকে নিজেদের জীবনও দিতে হতে পারে।
ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স এই সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় স্যান্ডার্স বলেন, এটি মর্মান্তিক এবং গভীরভাবে বিচলিত হওয়ার মতো বিষয় যে, ভার্মন্টের বার্লিংটনে তিন তরুণ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এখানে বা অন্য কোথাও ঘৃণার কোনো স্থান নেই।
অপরদিকে যুক্তরাজ্যে ফিলিস্তিনি মিশনের প্রধান রাষ্ট্রদূত হুসাম জোমলট সামাজিক মাধ্যমে ওই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীর একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ বন্ধ করতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশকারীদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। আরব-আমেরিকান অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন ছাত্রকে গুলি করার নিন্দা করেছে এবং বলেছে যে এটি যুক্তরাষ্ট্রে “ফিলিস্তিনি-বিরোধী মনোভাবের” ফলাফল।
তারা আরও বলেছে, ‘আমরা ক্ষতিগ্রস্থদের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি। প্রয়োজনে যেকোনো উপায়ে পরিবারগুলোকে সমর্থন করার জন্য তাদের পাশে থাকব। সংগৃহীত এবং প্রদত্ত তথ্যের পরিপ্রেক্ষিতে, এটা স্পষ্ট যে ঘৃণামূলক মনোভাবের কারণে এ গুলির ঘটনা সংঘটিত হয়েছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে এটা তদন্ত করার আহ্বান জানাই।’ সূত্র : মিডল ইস্ট আই।