প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩
সারাদিন ডেস্ক
অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
দুয়ার নিয়ে জটিলতায় অগ্রণী ব্যাংক
অন্যায় সুবিধা বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। অগ্রণী ব্যাংক নিরীক্ষার পর পদক্ষেপ নিতে চায়। দুয়ারের দাবি, অভিযোগ ঠিক নয়।
রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করেছে। বাংলাদেশ ব্যাংক এমন অভিযোগ তুলে বলেছে, ব্যাংকটি নিজের নিয়ন্ত্রণাধীন সফটওয়্যার ব্যবহারের পরিবর্তে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার করছে। দুয়ার সার্ভিসেস লিমিটেড নামক একটি কোম্পানির নিয়ন্ত্রণাধীন এ সফটওয়্যারের নাম ‘সেলোস্কোপ’। বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রতি মাসে দুয়ার সার্ভিসেসকে ১ কোটি ১ লাখ টাকা করে দিচ্ছে অগ্রণী ব্যাংক, যা ব্যাংকের অর্থের অপচয়। কেন্দ্রীয় ব্যাংক গত ৩১ অক্টোবর এসব কথা জানিয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুর্শেদুল কবীরকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এজেন্টকে অগ্রণী ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) প্রবেশাধিকার দেওয়ার নিয়ম না থাকলেও অগ্রণী ব্যাংক তা দিয়েছে ‘দুয়ার’কে। এটি ব্যাংকের তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।একটা নিরীক্ষার কাজ চলছে। নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসা সুপারিশ অনুযায়ী অগ্রণী ব্যাংক যথাযথ পদক্ষেপ নেবে।তবে দুয়ারের দাবি, শুরু থেকে এখন পর্যন্ত তারা সঠিক সেবা দিয়ে আসছে এবং যথেষ্ট যুক্তি দেওয়ার পরও তাদের কথা কেউ শুনছে না। বরং অন্যায়ভাবে কয়েক মাস ধরে তাদের পাওনা পরিশোধ করছে না অগ্রণী ব্যাংক। সূত্র: প্রথম আলো
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবার সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারবাহিকতায় ঋণের সুদহার আরো বাড়ানো হলো। এবার নীতি সুদহার বা রেপো রেট এক লাফে ০.৫০ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে। এখন নীতি সুদহার ৭.২৫ শতাংশ। ফলে নতুন নীতি সুদহার বা রেপো রেট হবে ৭.৭৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। নতুন সুদহার আজ সোমবার থেকে কার্যকর হবে।গতকাল রবিবার এই সিদ্ধান্তের কথা এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়।বাংলাদেশ ব্যাংক জানায়, ২২ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে পলিসি রেট তথা ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান শতকরা ৭.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৭.৭৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএসএফ) সুদহার বিদ্যমান ৯.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯.৭৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে নীতি সুদহার করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার বিদ্যমান ৫.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৫.৭৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
অপেক্ষায় জোটের শরিকরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। জোট শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কুষ্টিয়া-২ আসন এবং জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমানের নারায়ণগঞ্জ-৫ আসন রাখা হয়েছে ফাঁকা। আরেক বড় শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আসনে দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রার্থী। অন্য শরিকদের জন্য বিগত সংসদ নির্বাচনে ৭০ আসন ফাঁকা রেখে ২৩০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল আওয়ামী লীগ। কিন্তু এবার তা করা হয়নি। শরিক জোটের এ নেতাদের কী হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। শরিক নেতারা বলছেন, ১৪ দলের বৈঠকে আসন ভাগাভাগি কীভাবে হবে তার আভাস মিলবে। তাই এখন জোট নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শরিকরা। সূত্র: বিডি প্রতিদিন।
মামলা-হামলা প্রতিহত করেই মাঠে থাকার নানা কৌশল
আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর চিন্তা বিএনপির
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বে না বিএনপি। ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে সারাদেশে আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে তারা। বিশেষ করে চলমান হরতাল-অবরোধ কর্মসূচিকে আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে দলটির। একই সঙ্গে তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে নানামুখী কৌশলও নেওয়া হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীর ওপর অত্যাচার-নির্যাতন, গণগ্রেপ্তার, হয়রানি আর দ্রব্যমূল্যের ইস্যু কাজে লাগাতে চাইছেন দলের হাইকমান্ড। রাজপথের আন্দোলন-বিরতির মধ্যে মাঠে নামানো হবে বিভিন্ন পেশাজীবী, নারী সংগঠনসহ গুম-খুন ও কারা নির্যাতিত পরিবারের সদস্যদের। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ও নির্বাচনের বাইরে থাকা বাম-ডান ও ইসলামী দলগুলো নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের পরিকল্পনা করছে রাজপথের প্রধান বিরোধী দল। দলীয় সূত্র জানায়, টানা রাজপথের হরতাল-অবরোধ কর্মসূচিতে ভিন্নতা আনবে দলটি। দীর্ঘদিন একই কর্মসূচিতে নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের মধ্যে এক ধরনের অনীহা সৃষ্টি হতে পারে। এতে তাদের পুরো আন্দোলন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এ চিন্তা থেকে আন্দোলনের নতুন কৌশল নিয়ে ভাবছেন দলের হাইকমান্ড। সম্প্রতি দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন নেতারা। বৈঠকে একজন নেতা বিষয়টি উত্থাপন করে বলেন, আন্দোলনের একঘেয়েমি দূর করতে নতুনত্ব আনতে হবে। সে ক্ষেত্রে আন্দোলনের বিরতির মধ্যে নতুন ধরনের কিছু কর্মসূচি দেওয়ার প্রস্তাব করেন তিনি। এর মধ্যে সভা-সমাবেশ, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির প্রস্তাবও তুলে ধরেন তিনি। সূত্র; সমকাল
২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
নতুন মুখের জয়জয়কার
তিন প্রতিমন্ত্রীসহ অনেক হেভিওয়েট এমপি ও সাবেক মন্ত্রী-হুইপ বাদ * রাজনীতিবিদদের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের তারকাসহ বিভিন্ন পেশার পরিচিত মুখকে বেছে বেছে মনোনয়ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তিনশ সংসদীয় আসনের মধ্যে দুটি বাদ রেখে বাকি ২৯৮টি আসনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। দলীয় প্রার্থী বাছাইয়ে এবার নানা চমক এনেছেন আওয়ামী লীগ। অধিক বয়স, জনপ্রিয়তা হারানো এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রীসহ বর্তমান সংসদের ৭১ এমপি। তাদের জায়গায়সহ অন্যান্য আসন মিলে প্রার্থী তালিকায় উঠে এসেছে ১০৫ নতুন মুখ। গত নির্বাচনে জোট ও শরিকদের ছাড় দেওয়া হয়েছিল, এমন আসনগুলোর মধ্যে দুটি বাদে বাকি সবগুলোতেই দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় পোড় খাওয়া প্রবীণ নেতাদের পাশাপাশি ছাত্রলীগের একঝাঁক তরুণ নেতাও রয়েছেন। নৌকার মাঝি হয়েছেন রাজনীতিবিদদের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত মুখ। সব মিলিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে এবার নতুন মুখের ছড়াছড়ি। সূত্র: যুগান্তর
‘করোনার ফলে’ জিপিএ ৫ অর্ধেক
২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। ওই বছর করোনা শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। তবে বড় ধরনের বিপদে পড়ে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তারা দশম শ্রেণিতে ওঠার কিছুদিন পরই করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যায়। অনলাইনে কোনোরকম ক্লাস হলেও তাতে সবাই তাল মেলাতে পারেনি। এ ব্যাচের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ইংরেজি ছাড়া মাত্র তিনটি ঐচ্ছিক বিষয়ের ছয়টি পত্রে। ফলে পড়ালেখা তেমনভাবে করতে না পারলেও ভালো ফল নিয়ে এসএসসি পাস করে তারা। এরপর আবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে পড়তে হয় অনলাইন ক্লাসের ফাঁদে। দশম শ্রেণি থেকে পড়ালেখায় ঘাটতি তৈরি হওয়া এ ব্যাচের এইচএসসিতে এসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষায় বসতে হয়। ফলে পাসের হার সামান্য কমলেও জিপিএ ৫-এ ভরাডুবি হয়েছে। সূত্র: দেশ রুপান্তর
মনোনয়ন পাওয়ার পর ফোন হারালেন সাকিব
এ ঘটনায় রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর একই দিনে গণভবনের আশেপাশে নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সাকিব ঠিক কোথায় তার মোবাইলটি হারিয়েছেন, তা বলতে পারছেন না। “তবে তার ধারণা, শের-এ-বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারে,” বলেন তিনি।এর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসানকে মাগুরা-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর পরপরই ফোন হারানোর বিষয়টি প্রকাশ্যে আসে।গত ১৮ নভেম্বর রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাগুরা-১, ২ ও ঢাকা-১০ আসনের জন্য অলরাউন্ডার সাকিবের পক্ষে মনোনয়ন ফরম কেনেন তার একজন প্রতিনিধি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
পদ্মা অয়েলের সতর্কবার্তা
জ্বালানি বন্ধের ঝুঁকিতে ওসমানী বিমানবন্দর
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নে নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ নানা কাজ চলছে। এর অংশ হিসেবে বর্ধিত করা হচ্ছে অ্যাপ্রোন। কিন্তু সম্প্রতি এ কাজের জন্য মাটি খনন করতে গিয়ে জেট ফুয়েল সরবরাহের হাইড্রেন্ট লাইনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাটা পড়েছে ডিপোর পিএলসি সিস্টেমের অপটিক্যাল ফাইবার কেব্লও (ওএফসি)। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিমানবন্দরে নিরবচ্ছিন্ন জেট ফুয়েল সরবরাহ।
জেট ফুয়েল সরবরাহ বন্ধের ঝুঁকির বিষয়টি জানিয়ে ২০ নভেম্বর ওসমানী বিমানবন্দরের পরিচালককে চিঠি দিয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পক্ষে সংস্থার উপব্যবস্থাপক (এভিয়েশন) মো. আনোয়ার সাদাত ওই চিঠি দেন। চিঠিতে বলা হয়, সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক ৪ নম্বর বোর্ডিং ব্রিজসংলগ্ন এলাকায় অ্যাপ্রোন বর্ধিতকরণ কাজে এক্সকাভেটরের মাধ্যমে মাটি খননের সময় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড পরিচালিত জেট এ-১ হাইড্রেন্ট লাইনটি উন্মুক্ত হয়ে যায়। এ সময় ডিপোর পিএলসি সিস্টেমের ওএফসি কেব্ল কাটা পড়ে। যার ফলে অ্যাপ্রোন এলাকায় ইমার্জেন্সি শাট অফ বাটনের (ইএসবি) সঙ্গে ডিপোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে বেবিচকের বৈদ্যুতিক উপকেন্দ্র থেকে পদ্মা অয়েল ডিপো পর্যন্ত ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন অ্যাপ্রোন বর্ধিতকরণ এলাকা বরাবর পদ্মা অয়েল এ ডিপো পর্যন্ত গেছে। তাই অ্যাপ্রোন নির্মাণকালীন বিচ্ছিন্ন ইএসবি অবিলম্বে পুনঃসংযোগ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বিমানে জ্বালানি সরবরাহে নিরাপত্তা ও ঝুঁকি পরিহার নিশ্চিত করা প্রয়োজন। সূত্র: আজকের পত্রিকা।
৩০০ নির্বাচনী এলাকায় ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে চিঠি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত অথবা প্রয়োজন অনুসারে ৮০২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি সব বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।জনপ্রশাসনের সিটিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রত্যেক নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত অথবা কমিশনের সিদ্ধান্ত অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য নির্বাচন কমিশন সচিবালয় চিঠির মাধ্যমে জানানো হয়েছে। সূত্র: বাংলানিউজ
‘ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের ছুটি নিয়ে নানা আলোচনা’
মানবজমিনের শিরোনাম ‘ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের ছুটি নিয়ে নানা আলোচনা’। খবরে বলা হচ্ছে, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আচমকা ছুটির রহস্য উন্মোচিত হয়নি। তিনি কী কারণে, কোথায় অবস্থান করছেন সে সম্পর্কেও খোলাসা করে কিছু বলা হয়নি। তাছাড়া চুক্তিভিত্তিক চাকরিতে থাকা জ্যেষ্ঠ ওই কূটনীতিকের ‘হোম লিভ’র প্রাপ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্যাংশন, ভিসা নীতি, গণতন্ত্র, মানবাধিকারসহ নানা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে যখন ঢাকার ঘনিষ্ঠ আলোচনা চলছে, সেই সময়ে পোড়খাওয়া কূটনীতিক মোহাম্মদ ইমরানের অনুপস্থিতি অর্থাৎ দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানের সিদ্ধান্তে পেশাদার অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।দিও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন রাষ্ট্রদূতের ফিজিক্যাল উপস্থিতি খুব একটা জরুরি না।সচিবের ভাষ্যমতে, ‘রাষ্ট্রদূত ছুটিতে গেলেও জরুরি প্রয়োজনে প্রযুক্তির সুবাদে তাকে যুক্ত করার সুযোগ রয়েছে। এখনকার দিনে যেখানেই তিনি থাকেন না কেন, তিনি ২৪ ঘণ্টাই কানেকটেড (যুক্ত)। সুতরাং, রাষ্ট্রদূত যেকোনো জায়গা থেকে মিশনের যেকোনো কাজে নজর রাখতে পারবেন। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’ সূত্র: বিবিসি বাংলা।