প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
সারাদিন ডেস্ক
প্যাট কামিন্সের শর্ট ডেলিভারিতে বিরাট কোহলিকে ভুগতে দেখা গেছে পুরো ইনিংসজুড়ে। শেষ পর্যন্ত কামিন্সের শর্ট বলেই সাজঘরে ফিরলেন কোহলি। ভারতীয় দলের ব্যাটিং ভরসা বিরাট কোহলি তার দুর্দান্ত ডেলিভারিতে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন। ৬৩ বলে ৪ বাউন্ডারিতে কোহলির দায়িত্বশীল ইনিংসটি ছিল ৫৪ রানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।
এর আগে ফাইনালে টসে জিতে বোলিংয়ে যায় অস্ট্রেলিয়া| আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ফাইনালে টস জিতে বোলিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।