প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
সারাদিন ডেস্ক
সির সঙ্গে কী কথা হলো বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল বুধবার বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকটি হয়। এক বছরের মধ্যে এই প্রথম বাইডেন ও সির মধ্যে মুখোমুখি বৈঠক হলো। তাঁরা প্রায় চার ঘণ্টা বৈঠক করেন।সির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একক সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।সির সঙ্গে বৈঠককে অন্যতম সবচেয়ে গঠনমূলক ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন বাইডেন। তিনি বলেন, বৈঠকে তাঁরা সব সময় সবকিছুতে একমত হননি। তবে সির সঙ্গে তাঁর পুরো আলোচনা ছিল সোজাসাপটা।সির সঙ্গে বৈঠকে জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে চীনের ‘মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরেছেন বাইডেন।চীনে আটক মার্কিন নাগরিকদের বিষয়টি সির কাছে বাইডেন উত্থাপন করেছেন। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি না হলেও তাঁদের মুক্তির আশা করছে যুক্তরাষ্ট্র। সির সঙ্গে বৈঠকে তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতি পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। সূত্র: প্রথম আলো
ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র : এরদোগান
ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এটি গাজায় যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংসদে দেওয়া এক ভাষণে এরদোগান ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না, না নেই তা বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘোষণা দেওয়ার আহ্বান জানান। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, হামাস একটি রাজনৈতিক দল, যারা নির্বাচনে জয়লাভ করে গাজার ক্ষমতায় এসেছে।ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতি এরদোগান আহ্বান জানিয়েছেন, তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে কি না তা ঘোষণা করার জন্য। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা একজন ‘ব্যর্থ ব্যক্তি, যার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই’ হিসেবে উল্লেখ করেছে তুর্কি প্রেসিডেন্ট। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
উত্তেজনা কমাতে সরাসরি সামরিক যোগাযোগে সম্মত যুক্তরাষ্ট্র-চীন
ক্রমবর্ধমান উত্তেজনা কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যে সামরিক যোগাযোগ আবার শুরু করতে সম্মত হয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা সরাসরি মুক্ত যোগাযোগে ফিরে আসছি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিরল বৈঠকের পর বুধবার ক্যালিফোর্নিয়ায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর: বিবিসি -এক বছরেরও বেশি সময় পর এই প্রথম পরাশক্তি দুই দেশের রাষ্ট্রপ্রধান ব্যক্তিগতভাবে কথা বলেন। এই বৈঠকের পর বাইডেন বলেন, তারা একে-অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছেন। সান ফ্রান্সিসকোয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের সম্মেলনের পর জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সম্মেলনের পর বাইডেন বলেন, যোগাযোগের অভাবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে দুই দেশের প্রেসিডেন্ট এখন থেকে ফোনে কথা বলবেন। খুব দ্রুত সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। সূত্র: সমকাল
গাজায় মসজিদে ইসরাইলের হামলা, নিহত ৫০
অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় অন্তত ৫০ জন নিহত ও আহত হয়েছেন আরও অনেকেই। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা। খবর আলজাজিরার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুর প্রাণ গেছে। চলমান সংঘাতের সূত্রপাত গত ৭ অক্টোবর। ওই দিন ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর পরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। সূত্র: যুগান্তর
আল-শিফায় ফিলিস্তিনিদের জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী
কয়েক দিন ধরে ইসরায়েলি ট্যাংক অবস্থান করছিল ফিলিস্তিনের গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার বাইরে। ট্যাংক থেকে হামলার কারণে হাসপাতালটির এক ভবন থেকে আরেক ভবনে পর্যন্ত যেতে পারছিলেন না রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আশ্রয়গ্রহণকারীরা। এরপর গতকাল বুধবার হাসপাতালটিতে প্রবেশ করে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।এই অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক জিহাদ আবু শানাব। তিনি আল জাজিরাকে বলেন, হাসপাতাল চত্বরে যাঁরা ছিলেন তাঁদের নিষ্ঠুরভাবে জিজ্ঞাসাবাদ করছিলেন ইসরায়েলি সেনারা। তাঁদের মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। এই ফিলিস্তিনিরা ভীত, সন্ত্রস্ত ছিলেন। সূত্র: আজকের পত্রিকা।
নিরাপত্তা পরিষদে গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব পাস
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) ‘জরুরি ও বর্ধিত মানবিক বিরতির’ আহ্বান জানিয়ে মাল্টার করা এই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য ভোট দেয়। এতে পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউই ভেটো শক্তি প্রয়োগ করেনি। তবে বিপক্ষে কেউ ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। খবর আল জাজিরার।
জায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার প্রায় দেড় মাসের মাথায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাস হল। তবে তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েল। উত্থাপিত প্রস্তাবে, বেশ কয়েক দিনের জন্য গাজা উপত্যকায় সংঘাত বন্ধ ও করিডর খোলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তাদের সহযোগিদের পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধাবিহীন চলাচলের নিশ্চয়তার কথা বলা হয়েছে। এছাড়া, গাজায় হামাসের হাতে বন্দি সকল ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেয়ার দাবিও জানানো হয়। সূত্র: দেশ রুপান্তর
গাজার আল-শিফা হাসপাতালে থাকা রোগী ও নবজাতকদের ভাগ্যে কী ঘটছে
গাজা শহরে গতরাতে সত্যিকার অর্থে কী ঘটেছে তা জানা কঠিন তবে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এরপর এলাকাটি অন্ধকারে তলিয়ে গেছে। বুধবার ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে তারা আল শিফা হাসপাতালে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে অভিযান চালিয়েছে। ওই অভিযানের সময় সেখানে থাকা বিবিসির একজন সংবাদদাতা কমান্ডোদের হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের খবর নিশ্চিত করেছিলেন। এরপর সৈন্যরা প্রতিটি কক্ষে গিয়ে রোগী ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তরুণদের অনেককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্য পোশাক খুলে ফেলার নির্দেশ দেয়া হয়। এর প্রায় চৌদ্দ ঘণ্টা পর সৈন্যদের সেখান থেকে প্রত্যাহারের খবর পায় বিবিসি। এরপর বুধবার সন্ধ্যায় আইডিএফ অস্ত্রশস্ত্রের একটি ভিডিও প্রকাশ করে দাবি করে যে হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে তারা এগুলো উদ্ধার করেছে। ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: বিবিসি বাংলা।
নতুন ইইউ নিষেধাজ্ঞায় এবার পড়তে যাচ্ছে রাশিয়ার হীরা
রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আমদানি হওয়া হীরার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন।
ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ওপর পশ্চিমাদের একগাদা নিষেধাজ্ঞা আরোপের পর এবার সে তালিকায় যোগ হচ্ছে হীরাও। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আমদানি হওয়া হীরার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। রাশিয়া রুক্ষ হীরার সবচেয়ে বড় উৎপাদক। সাইবেরিয়ার বরফ জমা অঞ্চলের শত শত খনির নীচ থেকে উত্তোলন হয় এই আকাটা বা রুক্ষ হীরা। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ হীরা সরবরাহ হয় সেখান থেকেই।মস্কোর বিরুদ্ধে ইইউ এর ১২ দফা নিষেধাজ্ঞার মধ্যে এবার এই হীরার ওপর নিষেধাজ্ঞাও যোগ হচ্ছে। জানুয়ারিতেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জি- সেভেন এর দেশগুলোও নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে বিবিসি।২০২২ সাল তেকে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করে এসেছে রাশিয়ার কয়লা, গ্যাস, ভদকা এমনকি সামুদ্রিক মাছের ডিমের ওপরও। কিন্তু রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের খনি থেকে আসা হীরা এখনও বাগদানের আংটি, গলার হার এবং কানের দুলে ব্যবহার হয়ে আসছে। সূত্র: বিডি নিউজ
বাইডেন-চিনপিং শীর্ষ বৈঠক
প্রতিদ্বন্দ্বিতা সংঘাতে না গড়ানোই লক্ষ্য
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গতকাল বুধবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় পৌঁছেছেন। সম্মেলনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই পরাশক্তির শীর্ষ নেতার এ বৈঠককে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকরা। বলা হচ্ছে, নিজেদের প্রতিদ্বন্দ্বিতা যেন দ্বন্দ্ব-সংঘাতে পর্যবসিত না হয়, এ বৈঠকে সেদিকে অগ্রগতি করাই উভয়ের লক্ষ্য।
শি চিনপিং শেষবার যখন মার্কিন মুলুকে পা রেখেছিলেন, তখনকার চেয়ে এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। শি পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র সফরে এলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট মার-এ-লাগোয় আপ্যায়িত হয়েছিলেন। তখন চীনের অবস্থা ছিল ঊর্ধ্বগামী। সে সময় দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি পূর্বাভাসকেও ছাড়িয়ে গিয়েছিল। সূত্র:কালের কণ্ঠ
গাজায় হামলা
নিরাপত্তা পরিষদে ‘মানবিক বিরতি’র প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘মানবিক বিরতি’র প্রস্তাব (রেজুলেশন) প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় পর্যাপ্ত সময়ের জন্য এ বিরতির প্রস্তাব আনা হয় গতকাল বুধবার (১৫ নভেম্বর)। তবে তা খারিজ করে দেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। খবর আলজাজিরা।রাষ্ট্রদূত বলেছেন, জাতিসংঘের প্রস্তাবটি বাস্তবতা বিবর্জিত ও অর্থহীন। ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করছে’ বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ না করায় জাতিসংঘের সমালোচনা করেন গিলাদ। অন্যদিকে তেল আবিবের সুরেই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। জাতিসংঘে তিনি বলেন, আমি আতঙ্কিত যে এই পরিষদের কিছু সদস্য এখনও ইসরায়েলের বিরুদ্ধে হামাসের বর্বরোচিত হামলার নিন্দা জানাতে পারছে না। তারা কিসের ভয়ে আছে? সূত্র; বনিক বার্তা ্