প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
খুলনা সংবাদদাতা:
খুলনায় সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভা সোমবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মাঠ। সকাল থেকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে আসছেন তারা।
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। ইতিমধ্যে মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন।
এদিকে, সকাল থেকেই সার্কিট হাউসমুখী খুলনা যশোর সড়ক, খান জাহান আলী সড়কে হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলো যান চলাচল একদম কমে যায়।
প্রধান অতিথি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খুলনায় পৌঁছেছেন দুপুর পৌনে ১টায়। জনসভা মঞ্চে উঠবেন বিকাল পৌনে ৩টায়।
নগর ঘুরে দেখা যায়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছে। অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। সাদা, হলুদ, লাল রঙের টিশার্ট ও টুপি পড়ে বাহারী সাজে সেজেছেন। অনেকেই লাল সবুজের পতাকার রঙে পোশাক পরে নৌকা মাথায় ও হাতে নিয়ে সমাবেশকে সফল করতে এসেছেন। ৫ বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ইতোমধ্যে নৌকা ও পদ্মা সেতুর আদলে প্রস্তুত করা হয়েছে জনসভার মঞ্চ। জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের নেতাদের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
সকাল ৭টায় নগরীর বয়রা, জোড়া গেট, শিববাড়ি মোড়সহ পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট, ডাকবাংলো, পিকচার প্যালেস, থানার মোড়সহ প্রতি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এসব সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়নি।