প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
সারাদিন ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় খাদ্য আলুর দাম খুচরা এবং হিমাগার উভয় পর্যায়েই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি হওয়ায় সরকার আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে।
বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গত সোমবার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গল ও বুধবার-দুদিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
এর মধ্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন আমদানি হলে আলুর দাম কমে যাবে, মানুষ স্বস্তি পাবে।
প্রসঙ্গত-দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে।
সারাদিন. ৩১ অক্টোবর