প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। পাপিয়ার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। অন্য নয়টি মামলায় আগেই জামিন পাওয়ায় তার মুক্তিতে আরও কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
আজ বুধবার (১ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
বাদীর আইনজীবী রবিউল আলম বুদু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২২ সালে সাড়ে ছয় কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।২০২০ সালের ২২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামীমা নূর পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবাকে গ্রেপ্তার করে র্যাব।
তাদের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তাদের দখলে রাখায় চার্জশিট অনুমোদন দেয় দুদক । এর বিচার শুরু হয়।