প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
সারাদিন ডেস্ক
ঢাকাকে বিচ্ছিন্ন করতে চায় বিএনপি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের মহাসচিবকে গ্রেপ্তারের ঘটনায় আপাতত হরতাল-অবরোধের বিকল্প ভাবছে না বিএনপি। দলের নীতিনির্ধারকরা মনে করেন, ধারাবাহিক অবরোধ সফল করতে পারলে সারা দেশ থেকে রাজধানী ঢাকা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাতে সরকারের ওপর সব মহলের চাপ আরো বাড়বে। এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঠেকানোও লক্ষ্য দলটির। বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা কালের কণ্ঠকে জানান, বৃহস্পতিবার প্রথম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর আগামী রবিবার থেকে আবার একই রকম কর্মসূচি দেওয়া হতে পারে। দলের স্থায়ী কমিটির গত দুই বৈঠকে সার্বিক রাজনৈতিক বিষয় পর্যালোচনা করে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। সূত্র: কালের কণ্ঠ
তৈরি পোশাকশিল্প
মালিকপক্ষের কম মজুরির প্রস্তাবে ক্ষুব্ধ শ্রমিকেরা
নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেওয়ার পরদিন থেকেই শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে।
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সাড়ে ছয় মাস ধরে কাজ করছে নিম্নতম মজুরি বোর্ড। ২২ অক্টোবর বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন। তার বিপরীতে মালিকপক্ষ প্রায় অর্ধেক; অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয়। তার পরদিন থেকেই মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সাত দিন ধরে চলা এই আন্দোলন ইতিমধ্যে সহিংস আকার ধারণ করেছে।২৩ হাজার টাকা মজুরির দাবিতে গতকাল সোমবার আশুলিয়া-সাভার ও গাজীপুরে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন শ্রমিকেরা। গাজীপুরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত রাসেল হাওলাদার নামের এক শ্রমিক মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে একটি পক্ষ নিজেদের ফায়দা আদায়ের চেষ্টা করছে। তা না হলে অন্যান্য গাজীপুরের কোনাবাড়ির একটি পোশাক কারখানার শ্রমিক শরিফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের বেতন দেওয়া হয় ৮ থেকে ১০ হাজার টাকা-সূত্র: প্রথম আলো
শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র গাজীপুর মিরপুর
দুই শ্রমিকের মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর বেতন বৃদ্ধির দাবি
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো গতকালও আন্দোলনে নামে পোশাক শ্রমিকরা। উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। বিক্ষোভ চলাকালে রাসেল হাওলাদার (২২) নামে এক শ্রমিক নিহত হন। শ্রমিকদের দাবি, পুলিশের গুলিতে ওই শ্রমিক মারা গেছেন। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজীপুরে একটি কারখানায় আগুনে পুড়ে এক শ্রমিক মারা গেছে। রাজধানীর মিরপুরে একই দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন। সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সূত্র: বিডি প্রতিদিন।
বিএনপি কার্যালয়ের মূল ফটকে তালা, সামনে পুলিশের অবস্থান
তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।এছাড়া নয়াপল্টনের আশপাশ এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: সমকাল
মহাসমাবেশ-হরতাল ঘিরে ৪৪২ মামলা
ফের মামলার খড়্গে বিএনপি
দলটির তথ্য-গ্রেফতার সাড়ে পাঁচ হাজার; ঢাকায় দেড় হাজারসহ সারা দেশে ৩২ হাজারের বেশি আসামি * রাজধানীতে ৩৭ মামলায় ফখরুলসহ ১৫৪৪ আসামি অজ্ঞাতনামা আরও ৫ সহস্রাধিক
মহাসমাবেশ ও হরতাল-এই দুদিনের কর্মসূচি ঘিরে ফের মামলার খড়্গে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। এবার ৪২২টি মামলায় দলটির ৩১ হাজার ৯৮০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার হয়েছেন ৫ হাজার ৩১০ জন। এমন পরিস্থিতিতে সারা দেশের বিএনপির বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। দেখা মিলছে না কেন্দ্রের শীর্ষ নেতাদের। অব্যাহত আছে পুলিশের গ্রেফতার অভিযান। গ্রেফতার এড়াতে বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনসহ জরুরি বৈঠক করছেন অনলাইনে। দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এসব মামলা ও গ্রেফতারের বিষয়ে সরকারের কোনো সূত্র এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য দেয়নি। তবে ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে আংশিক তথ্য পাওয়া গেছে। সেখানে দেখা যায়, বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীতে ৩৭টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। ২১ থেকে ২৯ অক্টোবর রোববার পর্যন্ত ঢাকায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৭২৭ জন।
বিএনপির দাবি-গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এক লাখের বেশি। এতে আসামি করা হয়েছে প্রায় ৪৪ লাখ। সূত্র: যুগান্তর
উত্তরায় রেলপথ ও সড়ক অবরোধ করেছে জামায়াত, পুলিশের ধাওয়া
রাজধানীর উত্তরায় রেলপথ অবরোধ ও মহাসড়কে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশ এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিনে সকাল সাড়ে ৬টার দিকে কসাইবাড়ী রেললাইন অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের সামনে সকাল সোয়া ৭টায় রাস্তায় আগুন লাগিয়ে অবরোধের চেষ্টা করা হয়। পরে পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। কসাইবাড়ী রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিলের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সরকারের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র কোনো ভাবেই মেনে নেবে না। শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচনও হতে দেবে না।’ সূত্র: আজকের পত্রিকা।
বিক্ষুব্ধ শ্রমিকদের দুজন লাশ
মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার গাজীপুর ও সাভার-আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ শ্রমিকদের ওপর রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এ সময় গাজীপুরে ও সাভারে গুলিবিদ্ধসহ বহু শ্রমিক আহত হন। এতে গাজীপুরে গুলিবিদ্ধ শ্রমিক রাসেল হাওলাদার মারা যান। এ ছাড়া একটি গার্মেন্টসে দেওয়া আগুন নেভানোর পর সেখান থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তার নাম ইমরান হোসেন। আর সাভারে গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাভারে অন্তত ২০ কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। এদিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে এমন গুজব ছড়িয়েছে। তিনি বলেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকার বেশিই নির্ধারিত হবে। আলাপ-আলোচনার মাধ্যমে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণ করবে। তৈরি পোশাকশিল্পে বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলাকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। গাজীপুর : বেতন বৃদ্ধির দাবিতে সপ্তম দিনের মতো গতকাল সকাল থেকে পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, পুলিশ বক্স, গাড়িতে ও একটি পোশাক করাখানায় অগ্নিসংযোগ করেছেন। শ্রমিক-পুলিশে সংঘর্ষের সময় রাবার বুলেটে ও লাঠিচার্জে অন্তত অর্ধশতাধিক পোশাক শ্রমিক আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া পুলিশের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। নিহত ও পোশাক শ্রমিকের নাম রাসেল হাওলাদার (২২)। তিনি ঝালকাঠি সদরের বিনাইকাঠি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করতেন। সূত্র: দেশ রুপান্তর
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন যেমন যাচ্ছে
প্রায় আট বছর পর বিএনপি’র ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকার রাস্তায় প্রায় সব ধরনের গাড়ি সংখ্যা কম লক্ষ্য করা গেছে। দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি গাবতলী থেকে।ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকায় যানবাহনের সংখ্যা খুব একটা দেখা যায়নি, ছিল চিরচেনা যানজটও।সকাল সাড়ে নয়টা পর্যন্ত ঢাকার মহাখালী, বনানী, গুলশান, মিরপুর, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুর, গ্রিন রোড, তেজগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, নাবিস্কো, পান্থপথ, কলাবাগান, লালমাটিয়া, ধানমণ্ডি, সংসদভবনসহ বিভিন্ন এলাকা ঘুরে সীমিত সংখ্যক যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান চলাচল করতে দেখা গেছে। তবে তুলনামূলকভাবে মিরপুরসহ যেসব এলাকায় তৈরি পোশাক কারখানা রয়েছে, সেসব এলাকায় রাস্তায় মানুষজন এবং যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে। সূত্র: বিবিসি বাংলা।
নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু ঢাকা পোস্টকে বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: ঢাকা পোস্ট
টানেলের ভেতর গাড়ির রেস, ধরা পড়ল সিসি ক্যামেরায়
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার পর প্রথমদিন রাতেই নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে ‘গাড়ির রেসের’ ঘটনা ঘটেছে। গাড়ি নিয়ে প্রতিযোগিতার ওই দৃশ্য ধরা পড়ে টানেলের সিসি ক্যামেরায়। পরে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।শনিবার সকালে দেশের প্রথম এই টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার সকাল ৬টায় টানেল গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।টানেল ঘিরে প্রথমদিন ছিল উচ্ছ্বাস ও আনন্দ। এর মধ্যেই রোববার রাতে টানেলের ভেতরে গাড়ির রেসের এমন ঘটনা ঘটল। সূত্র: বিডি নিউজ