প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। রোববার (২৯ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে জেলার সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, ট্রাকটি বিক্রির জন্য মালিক দীর্ঘদিন ধরে সরকারি কলেজ রোড এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রেখেছিলেন। কোনো ক্রেতা এলে সেখান থেকেই তিনি ট্রাকটি দেখাতেন। রোববার রাতে হঠাৎই ট্রাকটিতে আগুন লাগে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
স্টেশনের সাব অফিসার নুরুল আলম বলেন, ‘রাত সাড়ে ১২দিকে ফায়ার সার্ভিসে ফোন করে ট্রাকে আগুন লাগার কথা জানান স্থানীয়রা। এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাকটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো পথচারী হয়তো বিড়ি-সিগারেট খেয়ে ট্রাকটির দিকে ছুড়ে মারে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।’
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলম প্রধান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি-জামায়াত। হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। ট্রাকে আগুন লাগার এ ঘটনাটি নাশকতা বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।