প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
সারাদিন ডেস্ক
গাজায় ঢুকল ত্রাণবাহী ৩৩ ট্রাক
গাজায় ত্রাণবাহী ৩৩টি ট্রাক ঢুকেছে। গতকাল রোববার পানি, খাদ্য ও ওষুধ নিয়ে এসব ট্রাক মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ঢোকে। রাফা সীমান্তের মুখপাত্র ওয়ায়েল আবো ওমর বিষয়টি নিশ্চিত করেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর এই প্রথম একসঙ্গে এত ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকল। তবে ত্রাণকর্মীরা বার্তা সংস্থা এপিকে বলেন, চাহিদার তুলনায় এই ত্রাণ খুবই কম। হাজার হাজার মানুষ খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে জাতিসংঘের গুদামগুলোয় এসেছিলেন। কিন্তু প্রয়োজনমতো সেগুলো না পেয়ে তাঁরা ‘মরিয়া হয়ে উঠেছিলেন’। সূত্র: প্রথম আলো
ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে লাখো মানুষের মিছিল
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং গাজায় যুদ্ধবিরতি আহ্বানের দাবিতে যুক্তরাজ্য, ডেনমার্ক, ইতালি, সুইডেন, নিউজিল্যান্ড, নরওয়ে, ইরাক, তুরস্ক, মালয়েশিয়া এমনকি পশ্চিম তীরেও লাখো মানুষ মিছিল করেছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে হাজার হাজার মানুষকে ফিলিস্তিনি পতাকা হাতে দেখা যায়। একই সঙ্গে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড হাতে পার্লামেন্ট ভবনের সামনে মিছিল করেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিনিয়ত নির্বিচারে বোমা হামলা করছে ইসরায়েল। তেল আবিবের এমন প্রতিক্রিয়ার বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এরই মধ্যে গতকাল সবচেয়ে বড় বিক্ষোভের একটি হয়েছে লন্ডনে। সেখানে দেশটির বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারের কাছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশাল মিছিল করেছে। সুত্র; বিডি প্রতিদিন
হাসপাতালে হামলায় নতুন অজুহাত
২০০ হেলিকপ্টার নিয়ে যুদ্ধ মহড়ায় ইরান
গাজায় ইসরাইলের একের পর এক বিধ্বংসী হামলা যেন থামছেই না। ৪৫ বর্গকিলোমিটারের গাজায় চারদিকে শুধুই ধ্বংসস্তূপ। প্রাণ বাঁচাতে যে যেদিক পারছে সেদিকেই পালাচ্ছে। কোথাও কোনো নিরাপত্তা নেই। এরই মধ্যে ইসরাইল স্থল হামলার ঘোষণা দিলে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। হাসপাতালগুলোই এখন গাজাবাসীর ভরসার শেষ আশ্রয়স্থল। গাজাবাসীর সর্বশেষ আশ্রয়স্থল এই হাসপাতালগুলোতেও হামলা চালানোর নতুন অজুহাত বের করেছে ইসরাইল। রোববার এক বিবৃতিতে দেশটির সেনা মুখপাত্র জানিয়েছেন, গাজার সব হাসপাতালের নিচেই আস্তানা রয়েছে হামাসের। আর সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিচে বিশাল এলাকাজুড়ে রয়েছে হামাসের হেডকোয়ার্টার। ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, আল শিফার ভূগর্ভে বড় সুড়ঙ্গ এবং বিস্তৃত কক্ষ নির্মাণ করেছে হামাস। সেখান থেকেই পরিচালিত হয় তাদের বিভিন্ন কার্যক্রম। ইসরাইল সেনাবাহিনীর দাবি, গাজার আল শিফা হাসপাতালই হামাসের সদর দপ্তর। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিফা হাসপাতালে আক্রমণ চালাতেই এই কৌশল অবলম্বন করছে ইসরাইল সেনাবাহিনী। সূত্র: যুগান্তর
গাজা অভিযান এখনই থামবে না: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজা স্ট্রিপে ইসরায়েলের স্থলসেনা অভিযান চালাচ্ছে। সহজে এই সংঘাত বন্ধ হবে না। রোববার দুপুরেও একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, গাজায় বেসামরিক মানুষ কী অবস্থায় আছে, তার কোনো খোঁজ মিলছে না। খবর ডয়েচে ভেলের -ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণ ব্যাহত হয়েছে। রোববার রাতে ইসরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা ক্রমশ ফিরছে। তবে নেতানিয়াহু বলছেন, ‘পরিস্থিতি খুব সহজে স্বাভাবিক হবে না। গাজার লড়াই শেষ হতে সময় লাগবে।’ এদিকে মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, পরিস্থিতি ভয়াবহ। গাজা স্ট্রিপে ফিলিস্তিনি নাগরিকেরা কার্যত হামলে পড়েছেন। তারা সকলেই আশ্রয়প্রার্থী। লুঠতরাজও শুরু হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের কর্মকর্তারা। সূত্র: সমকাল
ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি
ইসরায়েলের কর্মকাণ্ড সবাইকে ব্যবস্থা নিতে বাধ্য করবে
গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাইকে বাধ্য করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনশাসিত ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে বেশ কয়েকবার সতর্কতা উচ্চারণ করেছে হামাসের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরান। গতকাল রবিবার দেশটির পক্ষ থেকে নতুন করে এই হুঁশিয়ারি এলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ইব্রাহিম রাইসি বলেন, ‘জায়নবাদী শাসকদের অপরাধগুলো সীমা অতিক্রম করে ফেলেছে।
আর এটি প্রত্যেককে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।’ সূত্র: কালের কণ্ঠ
ব্রাজিলে আবারও বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। লাতিন আমেরিকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ঘটে এই দুর্ঘটনা। এ নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল।গত রোববার অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় ১০ যাত্রী এবং সে সঙ্গে পাইলট ও কো-পাইলট সকলেই ঘটনাস্থলে মারা যান। আর ১০ যাত্রীর মধ্যে ৯জন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন শিশু। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। যদিও নিহতদের জাতীয়তা সম্পর্কে এখনো পরিষ্কার হওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুন ধরে যায়। সূত্র: আজকের পত্রিকা।
গুলি চালিয়ে আত্মহত্যা করলেন মাওলানা তারিক জামিলের ছেলে
পাকিস্তানের বিখ্যাত আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে পিস্তল দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তুলাম্বায় তিনি আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। খবর জিও নিউজের।মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) ক্যাপ্টেন (অব.) সোহেল চৌধুরী বলেছেন, এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন জেলা পুলিশ কর্মকর্তা। সেখানে দেখা যায় তারিক জামিলের ছেলে অসিম জামিল আত্মহত্যা করেছেন।পাকিস্তানি পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অসিম বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। এ ঘটনার ফুটেজ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। সূত্র: কালবেলা।
ভারতের কেরালায় খ্রিষ্টানদের জমায়েতে বোমা বিস্ফোরণ
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিতে খ্রিস্টান সম্প্রদায়ের একটি কনভেনশন সেন্টারে এদিন বোমা বিস্ফোরণের ঘটনায় কম করে একজন নিহত ও জনা চল্লিশেক ব্যক্তি আহত হয়েছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন।সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, “কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বিস্ফোরণের পর উদ্ভূত পরিস্থিতিতে আরও জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবিলম্বে কেরালায় সন্ত্রাসবিরোধী বাহিনী এনএসজি এবং তদন্তকারী সংস্থা এনআইএ-র দল পাঠানোরও নির্দেশ দিয়েছেন।সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কালামাসেরি এলাকায় দুটি বিস্ফোরণে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।সংবাদ সংস্থা এএনআইও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিস্ফোরণে ৩৬ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন সূত্র: বিবিসি বাংলা।
ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৪০
ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। একটি যাত্রীবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে এগিয়ে গিয়ে হাওড়া-চেন্নাই লাইনে দাঁড়ানো অপর একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।রোববার সন্ধ্যায় অন্ধে্রর বিজিয়ানগরাম জেলায় এ দুর্ঘটনার পর ১৮টি ট্রেন যাত্রা বাতিল ও ২২টির যাত্রাপথ পরিবর্তন করা হয়। এনডিটিভি জানিয়েছে, অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে পালাসাগামী একটি স্পেশাল ট্রেন কোনো সিগন্যাল না পেয়ে আলমান্ডা ও কান্তাকাপাল্লের মধ্যবর্তী স্থানে হাওড়া-চেন্নাই লাইনে দাঁড়িয়ে ছিল, এ সময় বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের রায়গড়ের উদ্দেশে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী ট্রেন সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়, এতে ট্রেন দুটির অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়। ভারতের রেল মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দুর্ঘটনার জন্য ‘কর্মীদের ভুল’কে দায়ী করেছে, জানিয়েছে রয়টার্স।রেলওয়ের কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনের চালক সিগন্যাল খেয়াল না করায় এ ঘটনা ঘটেছে। সূত্র: বিডি নিউজ