প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
সারাদিন ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ জনের এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। ক্লাবটির হয়ে দুটি গোলই করেছেন মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ।
দারুণ এই জয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ২০। সমান ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল।
১০ জন নিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার কারণে তেমন কোনো আক্রমণ করতে পারেনি এভারটন। অবশেষে ২-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।