প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
সারাদিন ডেস্ক
এগিয়ে থাকার পরও অস্বস্তি, কারণ শেষ ৩০ মিনিট খেলতে হবে ১০ জন নিয়ে। এই ১০ ফুটবলার নিয়েই মালদ্বীপের ১১ ফুটবলারের বিপক্ষে দাঁত চেপে লড়াই চালিয়ে গেল বাংলাদেশ। ফাইনাল অব দ্য ইয়ারে বিজয় দেখল বাংলাদেশ।
মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে পৌঁছাল বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার কিংস অ্যারেনায় প্রথমার্ধের ১-১ সমতা চাপে ফেললেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুচে যায় তা। পরে সেই ধারা অব্যাহত রেখে জয় ছিনিয়ে নেয় লাল-সবুজের দল।
দারুণ এই জয়ে বাছাইপর্বের ‘আই’ গ্রুপে জায়গা করে নিল লাল-সবুজের দল। এই গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন আগে থেকেই আছে। এবার বাছাইপর্বে সেই গ্রুপে খেলবে কাবরেরার দল। ১৬ নভেম্বর মেলবোর্নে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।