প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩
সারাদিন ডেস্ক
শুরু হয়ে গেছে আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথ। ঐতিহাসিক এ ম্যাচের সাক্ষী হয়েছেন লাখের ওপরে মানুষ। ভারত টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত শুরুর পর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে দুই অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে ভর করে ভালো সংগ্রহের পথে এগোচ্ছিল পাকিস্তান। তবে দলীয় ১৫৪ রানে বাবরের বিদায়ে ভাঙে এই জুটি।
আব্দুল্লাহ শফিকের পর পাকিস্তানের আরেক ওপেনার ঈমাম উল হককেও বিদায় করল ভারত। ইনিংসের ১৩তম ওভারে পান্ডিয়ার বলে বিদায় নেন ঈমাম। দলীয় ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ঈমাম করেন ৩৬ রান।
ভারত-পাকিস্তানের লড়াইটা চিরকালই ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ বনাম পাকিস্তানের গতিময় বোলিং আক্রমণের। এমন ম্যাচে ভারতের একাদশে এসেছেন ব্যাটার শুভমান গিল। আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ এই তারকার। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ইশান কিশান। বোলিংয়ে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে পাকিস্তানের মোকাবিলা করবে ভারত।
অন্যদিকে, পাকিস্তান নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। দুই ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি তারা।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ।