প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
সারাদিন ডেস্ক
মাদক-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল পরীমনি। ২৭ দিন জেলও খাটতে হয়েছে তাকে। এরপর মুচলেকা দিয়ে জামিন পান তিনি। মামলা এখনও চলমান।
জেলে যাওয়ার পর পরীমনির অনেক কাছের মানুষ নেতিবাচক কথা বলেছেন। সেসব কথা তার কানে পৌঁছেছে। বিষয়টি নিয় সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন এ নায়িকা।
পরীমনির কথায়, ‘কেউ যদি জেলে যায় একরকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, তুমি কারও অবর্তমানে তার সম্পর্কে কথা বলছ— জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে, তখন তুমি কী করবা? কীভাবে ডিল করবা তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব। আমি জানি না তখন তারা কীভাবে ডিল করবে আমাকে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।’
এর আগে ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যায় প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়।
আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।