প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
সারাদিন ডেস্ক
মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৬
মরক্কোতে গতকাল শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৯৬ জন নিহত ও ১৫৩ জনের বেশি আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে। আহত ১৫৩ জন এসব এলাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন বলেও জানিয়েছে ওই মন্ত্রণালয়।ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। রয়টার্সের খবরে জানা গেছে, স্থানীয় কর্মকর্তা বলেছেন, বেশির ভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে। সূত্র: প্রথম আলো
প্রস্তুত ভারতের নয়াদিল্লি
সর্বসম্মত যৌথ ঘোষণা নয় সারসংক্ষেপই হবে ভরসা
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত জি২০ জোটের এবারের সম্মেলনকে ভারত কূটনীতির এক মহা আয়োজনে পরিণত করেছে। বলা হচ্ছে, অতীতে এ রকমটা কখনো দেখা যায়নি। তবে যৌথ ঘোষণার ব্যাপারে আয়োজক ভারতের তোড়জোড় থাকলেও ইউক্রেন যুদ্ধ, ঋণ পুনর্গঠন ইসুু্যুসহ নানা বিষয়ের সম্ভাব্য মতান্তরের কারণে এ নিয়ে আশার কথা শোনা যাচ্ছে না। আজ শনিবার থেকে নয়াদিল্লিতে জাঁকজমকের মধ্য দিয়ে বিশ্বনেতাদের আলোচনা শুরু হতে যাচ্ছে।ভারতের চাওয়া, বিভক্তি কাটিয়ে একটি যৌথ ঘোষণাপত্র বের করে আনা। কারণ জি২০ জোটের মধ্যে বহুমেরুতে অবস্থানরত পরাশক্তিগুলোর রয়েছে নিজ নিজ অবস্থান। বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে ইউক্রেন যুদ্ধ। সূত্র: কালের কণ্ঠ
দিল্লি যেন দুর্গ, ছাদে ছাদে স্নাইপার
আকাশে যুদ্ধবিমান, ঢুকতে পারছে না মাছিও
জি-২০ শীর্ষ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে ভারত। নিবিড় পর্যবেক্ষণে আছে সম্মেলনস্থল, বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য হোটেল আর পর্যটনের জায়গাগুলো। ক্রমাগত দিল্লির আকাশে টহল দিচ্ছে ভারতের এয়ার ফোর্স আর সেনাবাহিনীর হেলিকপ্টার। উচ্চ ভবনগুলোর বাড়তি নিরাপত্তায় ছাদে ছাদে বসানো হয়েছে আর্মি স্নাইপার। পাশাপাশি কাজ করছেন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোরা। এমনকি সম্ভাব্য হুমকি বেলায় আছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। নয়াদিল্লিজুড়ে এখন কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ। শুক্রবার নয়াদিল্লির রাস্তা ছিল জনমানবহীন আর নির্জন। যানবাহন আর পরিচয় তল্লাশিতে রাস্তায় রাস্তায় ব্যারিকেড। ঢুকতে পারছে না মাছিও-এক কথায় পুরো নয়াদিল্লিই এখন দুর্গ। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।এদিন সকাল ৫টা থেকে রোববার রাত ১১.৫৯ পর্যন্ত নয়াদিল্লিকে নিয়ন্ত্রিত অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলো দর্শনার্থীবিহীন। সম্মেলনস্থল আর হোটেলগুলোর আশপাশে বন্ধ ওষুধ ব্যতীত সব অনলাইন ডেলিভারি পরিষেবা। হেঁটে, সাইকেল চালিয়ে অথবা পিকনিকের উদ্দেশে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথে না যাওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। তবে পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্স, স্থানীয় বাসিন্দা ও সেই অঞ্চলে অবস্থানরত পর্যটকদের যথাযথ শনাক্তকরণ নথি উপস্থাপনের পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দিল্লি মেট্রো শুক্রবার সকাল ৪টা থেকে নেটওয়ার্কের সব লাইনে টার্মিনাল স্টেশন থেকে তার পরিষেবাগুলো শুরু করেছে। শনি ও রোববার পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে। নয়াদিল্লিতে বাজপাখি নজরদারিতে আছে কুকুর স্কোয়াড ও মাউন্টেড পুলিশসহ ৫০ হাজারেরও বেশি কর্মী। সূত্র: যুগান্তর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইউরেনিয়াম অস্ত্র নিয়ে বিতর্ক
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা এবার ইউক্রেনকে ইউরেনিয়াম বর্জ্য থেকে বানানো ট্যাংক বিধ্বংসী গোলা দেবে। যা ডিপ্লিটেড ইউরেনিয়াম অস্ত্র নামে পরিচিত। মার্কিন এ ঘোষণায় প্রবল বিতর্কের সৃষ্টি করেছে। মার্কিন মিত্ররাই এ ঘোষণায় সায় দিচ্ছে না। রাশিয়া বলেছে, এ সিদ্ধান্ত অমানবিক। এর ফলে মানুষ, প্রাণী ও পরিবেশের ওপর কী প্রভাব পড়বে। রাশিয়ার দূতাবাস বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক। ‘কৌশলগত পরাজয়’ ঘটানোর ধারণার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত। পারমাণবিক বিশেষজ্ঞ এবং নীতি গবেষক অ্যাডওয়ার্ড জিস্ট বলেন, এগুলোতে কিছু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। জানা গেছে, আগামী জানুরায়িতে তারা ইউক্রেনকে ৩১টি আবরাম কামান দেবে। সূত্র: বিডি প্রতিদিন।
ভারতে ‘জামাই আদর’ পেতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক
বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতে আসার পথে সাংবাদিকদের সুনাক মজা করে বলেছেন, তার আশা, ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে শুক্রবার সুনাক দিল্লি বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।
ঋষি সুনাক এর আগেও নয়াদিল্লি এসেছেন। তবে গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর প্রথমবার তিনি ভারতে গেলেন। সূত্র: দৈনিক বাংলা।
জি২০ সম্মেলন
বিশ্বনেতাদের ঐকমত্যে আনার চেষ্টায় ভারত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া পড়েছে এবারের জি২০ সম্মেলনেও। গতবার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের শেষ মুহূর্তে কোনোমতে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংগঠনের নেতারা। তবে ভারতের নয়াদিল্লিতে আজ শুরু হওয়া দু’দিনব্যাপী সম্মেলন যৌথ ঘোষণায় শেষ করা নিয়ে ভারতের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। কারণ, এর আগে অনুষ্ঠিত সব শীর্ষ সম্মেলনই শেষ হয় বৈশ্বিক গুরুত্বপূর্ণ নানা ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছানোর মধ্য দিয়ে। ফলে এবার এর ব্যতিক্রম যাতে না ঘটে, সেজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। তবে তা খুব সহজ হবে না। কারণ, জি২০ সদস্য দেশগুলোর নেতারা অনেক বিষয়ে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বড় ইস্যু ইউক্রেন যুদ্ধ। খবর বিবিসির।এবারের সম্মেলনের সভাপতিত্ব করায় এটিকে বৈশ্বিক বিজয়ে পরিণত করার চেষ্টা করছে ভারত। দিল্লিকে বিশাল বিলবোর্ড এবং পোস্টার দিয়ে সাজানো হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্বাগত বার্তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখা যাচ্ছে সর্বত্র। বালি সম্মেলনে অনেকটা বিভেদ ফুটে উঠলেও যৌথ ঘোষণার পর থেকে দুই মেরুর নেতাদের মধ্যে অবস্থান আরও কঠোর হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে অংশ নিচ্ছেন না। ভিডিও কনফারেন্সেও বক্তব্য দেবেন না তারা। সূত্র; সমকাল
‘সবচেয়ে অলস’ খোঁজার প্রতিযোগিতা
অলস ব্যক্তিরা সাধারণত কোনো প্রতিযোগিতায় নামতে চায় না। কিন্তু প্রতিযোগিতাটাই যদি ‘সবচেয়ে অলস’ খোঁজার হয় তাহলে নিতান্ত আলসে মানুষটিও যে চেষ্টা করেন, তা দেখা যাচ্ছে মন্টেনিগ্রোতে। কে কতক্ষণ শুয়ে কাটাতে পারে তার লড়াই চলছে। সবচেয়ে বেশিদিন শুয়ে কাটাতে পারা ব্যক্তিই হবেন চ্যাম্পিয়ন। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকছে এক হাজার ইউরো পুরস্কার। অদ্ভুত লাগলেও ‘সেরা কুঁড়ে’ খুঁজে পেতে বিচিত্র এ আয়োজন চলছে বলকান অঞ্চলের দেশটিতে।মন্টেনিগ্রোর ‘লেজিয়েস্ট সিটিজেন’-এর খেতাব জিততে লড়ছেন সাতজন। এবার অবশ্য আলসেমিতে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছেন প্রতিযোগীরা। টানা ২০ দিন ধরে শুয়ে কাটালেও এখন পর্যন্ত হার মানেননি কোনো প্রতিযোগী। এখানে অংশ নেওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলেন, ২০২১ সালে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। সত্যি বলতে, এবার আমি বন্ধু ও পরিবারের প্ররোচনায় এতে অংশ নিয়েছি। আমি জানি না, তাদের কেন ধারণা হয়েছে, এ বছর আমি আবারও জিতব। আজ ২০তম দিন। কেউই ভাবেনি প্রতিযোগিতা এতদিন স্থায়ী হবে। প্রথমবার অংশ নেওয়া আরেকজন প্রতিযোগী বলেন, প্রথমবার অংশ নিলাম। নতুন অভিজ্ঞতার জন্য এসেছি। সবসময়ই আমি নতুন কিছু করার চেষ্টা করি। আমি জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। সূত্র: দেশ রুপান্তর
‘স্বৈরাচারী’ রাশিয়ার কাছ থেকে গণতান্ত্রিক নির্বাচনের পরামর্শ নেবে মিয়ানমার
রাশিয়াকে ‘স্বৈরাচারী’ দেশ বলে আখ্যা দিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (আইইইউ)। এবার সেই রাশিয়ার কাছ থেকেই গণতান্ত্রিক নির্বাচনের পরামর্শ নিতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। এ লক্ষ্যে গত বুধবার দেশটির জান্তা সরকার নিযুক্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান রাশিয়া সফরে গেছেন। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকার ২০২৫ সালে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। সামরিক বাহিনী সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বড় কোনো অঘটন না ঘটলে ২০২৫ সালে নির্বাচন হতে পারে। জান্তা সমর্থিত অপর একটি রাজনৈতিক দলের প্রথম সারির এক নেতাও একই তথ্য জানিয়েছেন। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে রাশিয়ার পরামর্শ চেয়েছে। এ লক্ষ্যে দেশটির নির্বাচন কমিশনার থেইন সোয়ে গত বুধবার রাশিয়া সফরে গেছেন-সূত্র; আজকের পত্রিকা ।
কলকাতায় দৃষ্টিহীনদের আবাসিক কেন্দ্রে ১২ বছর ধরে ধর্ষণ
পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন বলছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা দুদিন আগে জানতে পারে যে দক্ষিণ কলকাতার এক আবাসিক কেন্দ্র এবং দৃষ্টিহীনদের বিদ্যালয়ের এক নারী আবাসিক শিক্ষার্থীকে গত ১২ বছর ধরে ধর্ষণ করছেন ওই কেন্দ্রের মালিক।নির্যাতিত নারীর বয়স যখন মাত্র ১০ বছর ছিল, তখন থেকেই ধর্ষণ করা শুরু হয় বলে অভিযোগ।একটি আবাসিক কেন্দ্রে কীভাবে দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলতে পারল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। শিশু কল্যাণ কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন নজরদারির বড়সড় গাফিলতি তো নিশ্চই ছিল। “এই ঘটনা জানার পরেই আমরা ওই কেন্দ্রে তল্লাশি চালাই বৃহস্পতিবার রাতে। সেখানে ওই নির্যাতিতা মেয়েটা আমাদের জানায় যে তার যখন ১০ বছর বয়স, তখন থেকেই তাকে ধর্ষণ করে আবাসিক কেন্দ্রটির মালিক। গত ১২ বছর ধরে এই অত্যাচার চলছে তার ওপরে। আমরা ওই কেন্দ্রে থাকাকালীন আরও দুটি মেয়ে এগিয়ে এসে নির্যাতনের অভিযোগ জানায়। তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর অন্য ৭৭ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
বিশ্ব সংঘাতের ঝুঁকির মুখোমুখি হচ্ছে: আন্তোনিও গুতেরেস
দেশগুলোর মধ্যে বিভাজন প্রসারিত হওয়ায় বিশ্ব সংঘাতের ঝুঁকির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (৮ সেপ্টেম্বর) জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনের আগে এক সতর্কবার্তায় তিনি এ কথা জানান।নয়াদিল্লিতে গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘যদি আমরা সত্যিই একটি বৈশ্বিক পরিবার হয়ে থাকি, তাহলে আমরা আজকে বরং একটি অকার্যকর পরিবারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিভাজন বাড়ছে, উত্তেজনা বাড়ছে এবং আস্থা ক্ষয় হচ্ছে, যা একসঙ্গে বিভক্ত হওয়া এবং শেষ পর্যন্ত দ্বন্দ্বের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ’২০টি প্রধান অর্থনীতির এ গোষ্ঠী বর্তমানে ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত, যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। সূত্র: বাংলানিউজ