প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
খেলাধুলা ডেস্ক
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংসের স্টেডিয়াম কিংস অ্যারেনায় দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।
এদিন ম্যাচের ১৭ মিনিটে ডাগআউটে বাংলাদেশের সহকারী কোচের দিকে তেড়ে যান আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। প্রথমার্ধে মাঠের বাইরের উত্তেজনা ছাপিয়ে মাঠের খেলায় এগিয়ে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ ও আফগানিস্তান। বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুইদল।
বিরতি থেকে ফিরে দ্রুত গোল আদায় করে নেয় আফগানরা। ৫৩ মিনিটে পপালজাইর পাস থেকে শারজার গোলে এগিয়ে যায় আফগানিস্তান। এগিয়ে গিয়ে বেশ কয়েকটি আক্রমণ করে তারা। কিন্তু গোলরক্ষক জিকো রক্ষা করেন।
এরপর ম্যাচের ৬২ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান শেখ মোরসালিন। আফগান ডিফেন্স ভেঙে গোল বের করেন মোরসালিন। ম্যাচের বাকি সময় দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুইদলকে।
সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি