Print

সারাদিন

সু চির মুখে ঘা, কারাগারের বাইরে চিকিৎসার আবেদন প্রত্যাখ্যান

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

সারাদিন ডেস্ক

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। সু চি কারাগারের বাইরের চিকিৎসকের শরনাপন্ন হওয়ার আবেদন করলে, তা প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার।

লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অং সান সু চি বর্তমানে কারাগারের চিকিৎসকের কাছেই চিকিৎসা নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, “সু চির মুখে ঘা হয়েছে। তিনি ঠিক মতো খেতে পারছেন না। মাথা ঘুরানো ও বমি ভাবও রয়েছে তার।”

তবে এই বিষয়ে সামরিক জান্তার মুখপাত্রের কোনো মন্তব্য পায়নি বার্তাসংস্থা রয়টার্স।

উল্লেখ্য, ২০২১ সালের শুরুর দিকে সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ারমারের সেনাবাহিনী। এরপর থেকেই কারাগারে বন্দি আছেন সু চিসহ অনেক নেতাকর্মী। এখনও দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলমান। ১৯টি মামলার রায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন সু চি।

সারাদিন/০৫ সেপ্টেম্বর/এমবি 

Nagad
Nagad