প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
সারাদিন ডেস্ক
ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ড
ইরানে দুই নারী সাংবাদিককে প্রায় এক মাস কারাভোগ করতে হবে। ‘ষড়যন্ত্র ও যোগসাজশের’ অভিযোগে দেওয়া তিন বছরের স্থগিত সাজার অংশ হিসেবে তাঁরা এই কারাভোগ করবেন। গতকাল রোববার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সাংবাদিক নেগিন বাগেরি ও এলনাজ মোহাম্মাদি ঘোষিত সাজার চল্লিশ ভাগের একভাগ তথা এক মাসের কম সময় কারাভোগ করবেন। স্থানীয় সংস্কারপন্থী হাম মিহান পত্রিকাকে তাঁদের আইনজীবী আমির রাইসিয়ান এ কথা জানান।এলনাজ হাম মিয়ান পত্রিকায়ই কর্মরত। আর বাগেরি কাজ করেন হাফত-ই সোবহ নামের একটি নিরপেক্ষ পত্রিকায়।এই আইনজীবী আরও বলেন, বাকি সাজা পাঁচ বছর স্থগিত থাকবে। এ সময় তাঁদের পেশাগত নীতি-নৈতিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ নিতে হবে এবং দেশত্যাগ থেকে বিরত থাকতে হবে। সূত্র: প্রথম আলো
জি২০ সম্মেলনের আগে সাক্ষাৎকারে মোদি
আন্তর্জাতিক সংস্থাগুলোয় সংস্কার আনতে হবে
বিশ শতকের দৃষ্টিভঙ্গি একবিংশ শতকের চাহিদা পূরণ করতে পারে না—এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের কর্মপদ্ধতির সংস্কারের কথাই বলেছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি ওপরের অভিমত দেন।গতকাল রবিবার ওই সাক্ষাৎকারের বিষয়বস্তু প্রকাশিত হয়।সাক্ষাৎকারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তিত বাস্তবতা এবং প্রতিনিধিত্বমূলক কণ্ঠস্বর তুলে ধরতেই এর সংস্কার প্রয়োজন।প্রসঙ্গক্রমে মোদি বলেন, জি২০ হচ্ছে এমন একটি সংস্থা, যার কর্মপরিকল্পনার দিকে নজর রেখে অঞ্চল নির্বিশেষে প্রতিটি দেশই আশা-ভরসার মনোভাব পোষণ করে। সূত্র: কালের কণ্ঠ
হোটেলে হোটেলে নিজেদের সংস্কৃতি তুলে ধরবে ভারত
নাচ-গান ঢোল-তবলার তালে অতিথি বরণ
হোটেল তাজ মহল : ৩০ হোটেলে ৩৫ হাজার হোটেল রুম বুক। আতিথেয়তায় বাবুর্চিসহ ১০ হাজারেরও বেশি পেশাদার নিযুক্ত * আইটিসি মৌরিয়াতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, শাংরি-লা ইরোসে থাকবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
আর মাত্র ৪ দিন। তারপরই জি-২০ শীর্ষ সম্মেলন। ভারতের ইতিহাসে প্রথম এত বড় আয়োজন। একসঙ্গে কয়েক ডজন রাষ্ট্রপ্রধানের পা পড়বে রাজধানী নয়াদিল্লির মাটিতে। দুদিনের (৯-১০ সেপ্টেম্বর) সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের আগমনে জমকালো আয়োজনে মেতে উঠেছে ভারত। নিরাপত্তা মহড়া শুরু হয়েছে দুমাস আগেই, এখন নজর থাকা-খাওয়ায়। বিলাসবহুল পাঁচতারা/চারতারা হোটেলগুলোকে আরও চাকচিক্যময় করে তুলতে কোনো কসরতেই কমতি রাখেনি মোদি সরকার। বিশেষত রাজধানী দিল্লি। হাজার হাজার হোটেল রুম বুকিং, নিরাপত্তা ব্যবস্থা আর দেশি-বিদেশি স্বাদের খাবারের চোখ ধাঁধানো সমারোহে আলোকিত পুরো শহর। পাশাপাশি চলছে রাষ্ট্রীয় ব্যাবস্থায় অতিথি আপ্যায়নের তোড়জোড়। অভ্যর্থ্যনা-আতিথেয়তায় নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতিতেই বিশ্বনায়কদের মুগ্ধ করতে চায় ভারত। সে লক্ষ্যেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিল্লি। নাচ-গান, ঢোল-তবলা আর ভারতীয় ঐতিহ্যবাহী নৃত্যের তালে তালে হবে অতিথি বরণ। টাইম অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এএনআই।
হোটেলের প্রবেশমুখেই নেতাদের জন্য রয়েছে ভারতীয় সংস্কৃতির স্বাদ। অতিথিদের স্বাগত জানাতে বাজানো হবে ঢোল, তবলা, সেতার, সরোদ ও সানাই। বাদ্যযন্ত্রের সুরে সুরে বাজবে মৃদু সংগীত। সুরের মূর্ছনার সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী নৃত্যের ঝঙ্কার। সব ধরনের প্রস্তুতিই শেষ। এখন চলছে চূড়ান্ত মহড়া।
মধ্য ও দক্ষিণ দিল্লি, অ্যারোসিটি ও গুরগাঁও শহরজুড়ে ছোট-বড় ৩০ হোটেলে ৩৫ হাজার রুম বুক করা হয়েছে। যেখানে আতিথেয়তার জন্য বাবুর্চিসহ ১০ হাজারেরও বেশি পেশাদার নিযুক্ত করা হবে। সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলো-আইসিটি মৌর্য, তাজ প্যালেস, তাজ মহল, দ্য ওবেরয়, দ্য লোধি, দ্য ইম্পেরিয়াল, লে মেরিডিয়ান, শাংরি-লা ইরোস, হায়াত রিজেন্সি, লীলা প্রাসাদ, দ্য ললিত, দ্য ক্লারিজেস ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বুক। এনডিটিভি, পিটিআই। সূত্র; যুগান্তর
বিবিসির প্রতিবেদন
ভেঙে পড়েছে রুশ কূটনীতি
রাশিয়ার কূটনীতিকরা একসময় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈদেশিক নীতি ও কর্মকৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। সেই ভূমিকায় এখন আর নেই তারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর কয়েক বছর আগেই কূটনীতিকরা কর্তৃত্ব হারিয়ে ফেলেন। ক্রেমলিনের ব্যাপক কড়াকড়ির কারণে তারা এখন কোণঠাসা। সরকারি বক্তব্য ও সিদ্ধান্তের বাইরে টুঁ শব্দও করতে পারেন না কূটনীতিকরা। বিষয়টিকে পুতিনের অধীনে রাশিয়ার কূটনীতির মৃত্যু বলে মনে করছেন পশ্চিমা দেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক এবং ক্রেমলিন ও হোয়াইট হাউসের কর্মকর্তারা। খবর বিবিসির। কীভাবে ভেঙে পড়ল রাশিয়ার কূটনীতি– এমন প্রশ্নে তাদের কাছ থেকে বেরিয়ে আসে বেশ কিছু ঘটনা। দেশটির কূটনীতিকরা যে ‘রোবটে পরিণত’ হয়েছেন, তা-ই প্রমাণ করে সেসব ঘটনা।
২০২১ সালের অক্টোবরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন। সেখানে ছিলেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তাঁকে নুল্যান্ড কয়েক দশক ধরেই চেনেন শান্ত স্বভাবের আলোচক হিসেবে। কিন্তু ওই বৈঠকে তিনি ছিলেন কঠোর। ওই দিন বৈঠকে রিয়াবকভ কাগজ দেখে দেখে মস্কোর সরকারি অবস্থান পড়ে শোনান। একই সঙ্গে নুল্যান্ডকে কথা বলতেও বাধা দেন। এতে নুল্যান্ড হতবাক হন। এ ঘটনার পর রিয়াবকভ এবং তাঁর এক সহকর্মীকে ‘কাগজপত্রসহ রোবট’ হিসেবে বর্ণনা করেন নুল্যান্ড।
শুধু তাই নয়, বৈঠকের বাইরে রুশ কূটনীতিকরা অকূটনৈতিক ভাষা ব্যবহার করছেন ব্যাপকভাবে। তারা বলেন, ‘আমরা পশ্চিমা নিষেধাজ্ঞার ওপর থুথু ফেলি।’ সূত্র: সমকাল
গণতন্ত্রবিমুখ হচ্ছে আফ্রিকা!
আফ্রিকার দেশগুলোতে একের পর এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থার অবসান ঘটছে। এর বদলে উত্থান হচ্ছে নতুন নতুন সেনাশাসকের। ২০২০ সাল থেকে আফ্রিকায় ১০টি অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। এসব অভ্যুত্থানের বেশিরভাগই হয়েছে মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। কিন্তু সামরিক অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং গণতন্ত্রের এ পতনে উল্লাস করতে দেখা গেছে এসব দেশের মানুষকে। রাজপথে অভ্যুত্থানকারীদের পক্ষ নিয়ে স্লোগান দিয়েছেন তারা।বিশ্লেষকরা বলছেন, আফ্রিকার এই রাজনৈতিক অবস্থার পেছনের কারণটি পশ্চিমাবিরোধী মনোভাব। আর গণতন্ত্রের ওপর আস্থাহীনতায়। কারণ অঞ্চলচির বেশিরভাগ দেশে মানুষের কথা ভেবে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় না, এটা হয় মুষ্টিমেয় মানুষের স্বার্থে। ফলে বহু বছর সেখানে সাধারণ মানুষের জীবনমানের উন্নতিই হয়নি। লন্ডনভিত্তিক থিংকট্যাংক চ্যাথাম হাউজের আফ্রিকাবিষয়ক কর্মসূচির ফেলো লিনা কোফি হফম্যানের এমন ধারণার প্রমাণও পাওয়া গেছে গেল সপ্তাহেই। গত বুধবার সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন ২০০৯ সাল থেকে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আলি বাঙ্গো। অভ্যুত্থানের পরপরই প্রকাশিত সংক্ষিপ্ত একটি ভিডিও চিত্রে তিনি তার পক্ষে ‘আওয়াজ তোলার জন্য’ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। অবশ্য ক্ষমতাচ্যুত শাসকের আহ্বান যে সাধারণের মনে কোনো প্রতিক্রিয়া তৈরি করেনি, তার প্রমাণ দেখা গেল গ্যাবনের রাজপথে। রাজধানী লিব্রেভিলসহ বিভিন্ন শহরে উল্লাস করছে সাধারণ জনতা। সূত্র: দেশ রুপান্তর
ভারতে যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে গৃহশিক্ষককে হত্যা করল কিশোর
গৃহশিক্ষককে হত্যার অভিযোগে এক ১৪ বছর বয়সী কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, বেশ কয়েকবার যৌন নির্যাতন করায় প্রতিশোধপরায়ণ হয়ে ওই শিক্ষককে (২৮) হত্যা করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত নির্যাতন এবং ওই সময় ভিডিওধারণের অভিযোগও উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, কিশোরটিকে গত শুক্রবার আটক করা হয়েছে। আটকের তিন দিন আগে সে ধারালো অস্ত্র দিয়ে গৃহশিক্ষককে হত্যা করে।দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের উপকমিশনার রাজেশ দেও বলেন, ‘৩০ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে পুলিশ কন্ট্রোলে একটি ফোনকল আসে। সেখানে বলা হয় জামিয়া নগরের বাটলা হাউসের দুই তলার একটি কক্ষ থেকে রক্ত গড়িয়ে বের হচ্ছে, আর কক্ষটি খোলা।’ সূত্র; আজকের পত্রিকা ।
ভারতে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বিতর্ক
ভারতে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে ফের তৎপরতা শুরু করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। চলতি মাসে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আসতে পারে এ-সংক্রান্ত বিল। বিরোধীরা এই নীতির সমালোচনা করছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, ভারতে একই সঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ফের এই নীতি নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেই অধিবেশনে একসঙ্গে দুই নির্বাচন আয়োজনসংক্রান্ত বিল পেশ করা হতে পারে। সূত্র; দৈনিক বাংলা।
কানাডায় বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২
কানাডার অটোয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।স্থানীয় সময় গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।প্রতিবেদনে বলা হয়েছে, হামলার স্থানে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ভেন্যুর বাইরে পার্কিং জোনে হামলার ঘটনাটি ঘটে। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে অবাক হন অতিথিরা। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।ওই রাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন নিকু। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হঠাৎ হট্টগোল শুরু হয়ে যায়। যে যার মতো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই। টানা গুলি হচ্ছিল। কিছুক্ষণ থামল, আবারও শুরু হলো। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পেয়েছি আমি। সূত্র; কালবেলা।
কাশ্মীরে সাংবাদিকদের ওপর ক্র্যাকডাউন: সবাই ভাবে ‘এটিই হয়তো শেষ রিপোর্ট’
সুলতান পরিবারের বাস শ্রীনগরের কেন্দ্রস্থলে বাটামালুতে । তাদের জন্য ২০২২ সালের এপ্রিলের ৫ তারিখ দিনটা ছিল একটা আনন্দের দিন। ভারত শাসিত কাশ্মীরে সে দিনটা ছিল বসন্তকালের এক রৌদ্রকরোজ্জ্বল দিন। সাড়ে তিন বছর ধরে থানা-পুলিশ-আদালতে ঘোরাঘুরি করার পর সেদিন তারা একটা ভালো খবর পেয়েছেন।খবরটা হলো – সাংবাদিক আরিফ সুলতান , যিনি ওই পরিবারে একজন স্বামী, পিতা ও পুত্র – তিনি অবশেষে জামিন পেয়েছেন।তিনি কখন বাড়ি ফিরবেন তার অপেক্ষায় ছিলেন আত্মীয় স্বজনরা। কিন্তু তাদের অপেক্ষা যখন কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনে পরিণত হলো তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়লেন।এর কারণ – এপ্রিল মাসের ১০ তারিখ আসিফের বিরুদ্ধে আনা হয়েছিল আরেকটি অভিযোগ। তাকে মুক্তি দেয়া হয়নি, বরং তাকে পাঠিয়ে দেয়া হয় কাশ্মীর রাজ্যের বাইরে আরেকটি কারাগারে – যেখানে তাকে দেখতে যাওয়াটাও সমস্যাজনক। সূত্র: বিবিসি বাংলা।
টাইফুন হাইকুইয়ের তাণ্ডব
তাইওয়ানে ৩০ হাজার পরিবার বিদ্যুৎহীন, বাতিল আরও ২০০ ফ্লাইট
তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এই টাইফুনটি ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে। টাইফুনের জেরে ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। সোমবারও (৪ সেপ্টেম্বর) প্রায় ২০০ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে টাইফুন হাইকুই আছড়ে পড়ার পর ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে তাইওয়ানিজ কর্তৃপক্ষ। সূত্র: ঢাকা পোস্ট