প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
খেলাধুলা ডেস্ক
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছেন মিরাজ। এরপর শান্তর পালা। তিনিও সেঞ্চুরি করেছেন।
রোববার (০৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ইনিংসের ৪০.৪ ওভারে নাইবের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ঘরে যান অলরাউন্ডার মিরাজ।
৬৫ বলে হাফসেঞ্চুরি করা মিরাজের পরের পঞ্চাশ তুলতে লেগেছে ৫০ বল। এটি তার ক্যারিয়েরর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।
এর পর পরই সেঞ্চুরি পূরণ করেছেন শান্ত। ১০১ বলে শতরান পূরণ করেন তিন অংকের ম্যাজিক ফিগার। এটি শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।
সারাদিন/০৩ সেপ্টেম্বর/এমবি