Print

সারাদিন

বরিশালে আরও ২৬৫ ডেঙ্গুরোগী হাসপাতালে, দুইজনের মৃত্যু

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

বরিশাল সংবাদদাতা

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন।

শনিবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজন হলেন- আব্দুর রহিম (৪৫) এবং সবিতা বৈরাগী (৫৫)। চলতি বছরে এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২৮ জন মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মৃত আব্দুর রহিম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ আগস্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এছাড়া বরিশালের বানারীপাড়া উপজেলার সবিতা বৈরাগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ আগস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট রাতে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬৫ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১০৮ জন, পটুয়াখালীতে ৩৩ জন, পিরোজপুরে ৫০ জন, ভোলায় ৪১ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে দুজন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১০ হাজার ৮৯২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৭৩ জন।

Nagad
Nagad

সারাদিন/১৯ আগস্ট/এমবি