প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর সাথে মার্চেন্ট এবং ডিসকাউন্ট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির অধীনে, ভিসা, মাস্টারকার্ড, জেসিবি, ডাইনারস ক্লাব এবং বাংলা কিউআর ব্যবহার করে ব্র্যাক ব্যাংক ‘পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন ও বাংলা কিউআর’ ব্যবহার করে সেবা গ্রহণকারীদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হবে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।
এই পার্টনারশিপের ফলে ব্র্যাক ব্যাংকের সকল কার্ডধারী হাসপাতালের মেডিকেল প্যাথলজিকাল ডায়াগনসিস এবং রুম ভাড়ার উপর ২৫% পর্যন্ত ছাড় উপভোগ করবেন। এই মার্চেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে কম সময়ের মধ্যে সহজেই রোগীদের অর্থ ফেরত/ক্যান্সেল করতে পারবে হাসপাতালটি।
১ আগস্ট ২০২৩ হাসপাতালটিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঢাকা ওয়েস্ট রিজিয়ন নর্থ জোনের রিজিওনাল হেড ফয়সাল হায়দার এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর ডিরেক্টর শামস মোঃ এনাম।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের মার্চেন্ট অ্যাকোয়্যারিং টিমের সিনিয়র ম্যানেজার দীপক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঢাকা ওয়েস্ট রিজিয়ন নর্থ জোনের অ্যাক্টিং ক্লাসটার ম্যানেজার জিয়া উল হক, সাভার ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার তানভীর আহমেদ মোল্লা এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) মোঃ শাহ আলম খান-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।