প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
সামান্য বৃষ্টি হলেই বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন জাহিরদের বাড়ীসহ ১৫ টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েন। ভুক্তভোগীরা আক্ষেপের সুরে জানান। ফায়ার সার্ভিস সংলগ্ন জাহিদ হোসেন’র বাড়ির ঐ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ১৫ টি পরিবারের সদস্যরা যাতায়াত করে। বাজার করা, ডাক্তার দেখানো, ছেলেমেয়েদের স্কুলে যাওয়া, এমনকি যে কোন প্রয়োজনে একমাত্র ঐ রাস্তাটি ব্যবহার করতে হয় পরিবারগুলোর। সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় প্রাথমিক ও মাধ্যমিক ও কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে ঐ রাস্তাটি পানির নীচে তলিয়ে যায়।
চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। বছরের পর বছর এলাকার লোকজন দায়িত্বরত সবার কাছে গিয়েও মিলছে কোনো সেবা। সংস্কার করাতে পারেনি রাস্তাটির। জনপ্রতিনিধি পরিবর্তন হয়। দায়িত্বশীল মানুষদের ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু ঐ রাস্তার কোন পরিবর্তন হয় না। খেয়া পারাবারের জন্য মানুষ যেমন নদীর পাড়ে খেয়ার জন্য অপেক্ষা করে ঠিক তেমনি ঐ রাস্তার একপাশে ছোট ছোট কচি কাচা ছেলেমেয়েরা বসে থাকে পানি কমার অপেক্ষায়।
বানারীপাড়ার অভূত উন্নয়নকে ম্লান করে দেয় পৌরসভার প্রাণকেন্দ্রের এই রাস্তাটি। ভুক্তভোগী সবার দাবী রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে জনজীবনে স্বস্ত্বি ফিরিয়ে দেয়া , অসহায় পিতামাতা সন্তানদের ঠিকমত শিক্ষা গ্রহণ করাতে পারছে না ঐ বেহাল দশা রাস্তার কারণে। জনগণের কিছু কিছু দুর্ভোগ যা সমাধান করতে শুধু প্রয়োজন জনপ্রতিনিধিদের সুদৃষ্টি, দায়িত্বশীলদের একটু সহানুভূতি অথচ সেই সামান্য কাজগুলো সরকারের বড় বড় প্রাপ্তিকে ম্লান করে দেয় যার জ্বলন্ত উদাহরণ ফায়ার সার্ভিস সংলগ্ন জাহিদদের বাড়ির রাস্তা।
যথাযথ কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে রাস্তাটির যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের দুঃখ দুর্দশা লাগব করতে রাস্তাটিকে চলাচলের উপযোগী করতে এলাকাবাসীর জোর দাবী।