প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৩
সারাদিন ডেস্ক
সিলেটে বৃষ্টি হয়েছে ২৫ মিনিটের মতো। এরপর ঘণ্টাখানের পরে তিন ওভার কমিয়ে শুরু হয় ম্যাচ। তাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ১১৬ রানে আটকে যায় তারা। বৃষ্টি আইনে ৬ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে ঘরে তুলেছে প্রথম টি-২০ সিরিজ।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম ওপেনিংয়ে নেমেছেন আফিফ হোসেন। তিনি ও লিটন দাস মিলে পাওয়ার প্লেতেই তোলেন ৫৪ রান। তবে পাওয়ার প্লের পর ধীর হয়ে আসে রানের গতি। পরের ৩ ওভারে মাত্র ১৩ রান যোগ করেন এই দুজন। এই চাপেই দশম ওভারের প্রথম বলে উইকেট দিয়ে বসেন লিটন। মুজিব-উর-রহমানের বলে দুর্দান্ত ক্যাচে লিটনকে (৩৫) ফেরান রশিদ খান।
লিটনের বিদায়ের ২ বল পর ফেরেন আফিফ হোসেনও (২৪)। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে করিম জানাতের হাতে ধরা পড়েন তিনি। দলের বিপদ বাড়িয়ে পরের ওভারের শেষ বলে ফেরেন নাজমুল হোসেন শান্তও। আজমাতুল্লাহ ওমারজাইয়ের বলে সরাসরি বোল্ড হন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ (৮) ও হযরতুল্লাহ জাজাই (৪) ব্যর্থ হয়ে তাসকিনের বলে ফিরে যান। বৃষ্টির পর আরও তিন উইকেট হারায় তারা। ১১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে সফরকারীরা। ওই ধাক্কা সামলে লড়াই করার পুঁজি পায় পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই (২১ বলে ২৫ রান) ও করিম জানাতের (১৫ বলে ২০ রান) ব্যাটে। এছাড়া ইব্রাহিম জাদরান ২২ রান যোগ করেন।
বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্পিনার নাসুম ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করেন। পেসার হাসান মাহমুদ ৩ ওভারে দেন ২০ রান। সাকিব ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন।