প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
সারাদিন ডেস্ক
বন্যায় ডুবে গেছে দিল্লির সড়ক, বাড়িঘর
ভারতের রাজধানী দিল্লির সড়ক ডুবে গেছে পানিতে। যমুনা নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যা। রাজধানীর রিং রোড তলিয়ে গেছে। কাশ্মীরি গেটের সঙ্গে সংযোগকারী মজনু কা টিলা সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গাটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ও দিল্লি বিধানসভা থেকে ৫০০ মিটার দূরে। বন্যার পানি কেজরিওয়ালের বাড়ির কাছে পৌঁছে গেছে। খবর-এনডিটিভি -হরিয়ানার হাথনিকুন্ড ব্যারেজ থেকে পানি নদীতে ছাড়ার পর বৃহস্পতিবার সকাল ৭টায় যমুনায় পানির স্তর ছিল ২০৮.৪৬ মিটার। বর্তমানে পানি বিপদসীমার তিন মিটার উপরে রয়েছে।বুধবার রাতে দিল্লিতে যমুনার পানি আরও বেড়েছে। এতে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে গেছে। এ অবস্থায় দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া হরিয়ানার ব্যারেজ থেকে পানি ছাড়া বন্ধেরও আহ্বান জানানো হয়।
তবে কেন্দ্রীয় সরকার বলেছে, ব্যারেজের অতিরিক্ত পানি ছাড়তে হবে। উত্তরে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে পানি জমে ভরে গেছে ব্যারেজটি। যেখানে বর্ষায় ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্র: সমকাল
গেরুয়া গড়েই ধূলিসাৎ বিজেপি
পঞ্চায়েত নির্বাচনে জয়ের মালা মমতার গলায় * সভাপতি বদলের ভাবনা অমিত শাহের
আসন্ন লোকসভা নির্বাচনের (২০২৪) আগে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ ছিল পঞ্চায়েত ভোট। কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, বুধবার দ্বিতীয় দিনের ভোট গণনা বলছে-পঞ্চায়েত নির্বাচনে জয়ের মালা ক্ষমতাসীন দল তৃণমূল নেত্রী ও রাজ্য মুখ্যমন্ত্রী মমতার গলাতেই। পশ্চিমবঙ্গের মাটিতে গড়ে ওঠা বহু গেরুয়া গড়ই ধূলিসাৎ হয়ে গিয়েছে মমতাঝড়ের মুখে পড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মতুয়া থেকে রাজবংশী, তপশিলী থেকে আদিবাসী-সর্বত্রই বিজেপিকে ধাক্কা দিয়েছে তৃণমূল।২০টি জেলা পরিষদের মধ্যে এ বছর ২০টিই দখল করেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, ১৩টি জেলা পরিষদ বিরোধীশূন্য। পশ্চিমবঙ্গে বিজেপির আকাশে কালো মেঘ, গভীর চিন্তায় সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। আর পঞ্চায়েত ভোটে এমন শোচনীয় ফলের জেরেই বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপর নিদারুণ ক্ষুব্ধ বিজেপির সেকেন্ড ইন কমান্ড তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দলীয় সূত্রে জানা গেছে, এই খারাপ ফলের জন্য খুব শিগগিরই বঙ্গ বিজেপির সভাপতি পদে রদবদল হতে চলেছে। সুকান্ত মজুমদারের জায়গায় আনা হতে পারে সংঘের ঘরের মেয়ে তথা বিজেপি সংসদ সদস্য এবং সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। সূত্র: যুগান্তর
বদলে যাচ্ছে মহাসাগরের রং
ধীরে ধীরে বদলে যাচ্ছে মহাসাগরের রং। বিশেষত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মহাসাগরের বড় একটি অংশ হালকা সবুজাভ হতে শুরু করেছে। গত দুই দশকজুড়ে এই প্রবণতা বিশেষজ্ঞদের চোখে পড়েছে। তাঁরা বলছেন, জলবায়ু পরিবর্তন মহাসাগরের রং বদলে যাওয়ার অন্যতম কারণ। গতকাল বুধবার এ–সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মহাসাগরের যে সম্মিলিত আয়তন তার অর্ধেকেরও বেশিজুড়ে রং পরিবর্তনের এই প্রবণতা খেয়াল করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এর মোট আয়তন পৃথিবীর সম্মিলিত স্থলভাগের চেয়ে বেশি।বিশেষজ্ঞরা বলছেন, মহাসাগরের রং বদলে যাওয়ার প্রবণতা বাস্তুতন্ত্রের জন্য হুমকি। এটা বাস্তুতন্ত্রের প্রক্রিয়াকে বদলে দিতে পারে। বিশেষত প্রাকৃতিকভাবে সামুদ্রিক খাদ্য উৎপাদনের কেন্দ্রে থাকা ছোট ছোট উদ্ভিদের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। সূত্র: প্রথম আলো
সাবেক রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি
তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে
ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা শুধু রাশিয়ার সঙ্গেই যুদ্ধের পরিধি বাড়াবে তা নয় বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শুরুর পর এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুই দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার এ মন্তব্য করেন তিনি। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যা করছে তা এক রকম উন্মাদনা। এ থেকে অন্য কিছু আসবে না। প্রকৃতপক্ষে তারা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে।
তিনি বলেন, নির্বুদ্ধিতার জায়গা থেকে পশ্চিমারা এ সামরিক সহযোগিতা দিচ্ছে যা অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল। মেদভেদেভ বলেন, যে লক্ষ্য নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়েছে তা অর্জন করার আগ পর্যন্ত রাশিয়া এ অভিযান চালিয়ে যাবে। সূত্র: বিডি প্রতিদিন।
৯০ শতাংশ কর্মী বিদায়, কাজ করছে এখন এআই বট! সমালোচনার মুখে প্রতিষ্ঠান প্রধান
নিজের প্রতিষ্ঠানে ৯০ শতাংশ কর্মীকে বাদ দিয়ে তার স্থলে কৃত্রিম বুদ্ধিমত্তাসস্পন্ন (এআই) চ্যাটবট চালুর কথা জানানোর পর ভারতের একজন সিইও সমালোচনার শিকার হয়েছেন। খবর বিবিসি’র।
দুকান নামক একটি ফার্মের প্রতিষ্ঠাতা সুমিত শাহ টুইটারে লিখেছেন, চ্যাটবটটি গ্রাহকদের প্রশ্নের প্রাথমিক উত্তর এবং সমাধানের সময়ে ব্যাপক অগ্রগতি এনেছে।তার এই টুইট অনলাইনে ক্ষোভের জন্ম দিয়েছে।একাধিক টুইটে সুমিত শাহ চ্যাটবট ব্যবহার করার বিষয়ে তার ফার্মের সিদ্ধান্ত সম্পর্কে লেখেন। তিনি লেখেন, কর্মীদের (সাপোর্ট স্টাফ) ছাঁটাই করার সিদ্ধান্ত ‘কঠিন’ হলেও সেটা ‘প্রয়োজনীয়’ ছিল।সুমিত আরও লেখেন, গ্রাহক সহায়তা নিয়ে দীর্ঘদিন ধরে তার ফার্ম অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তিনি বিষয়টির সমাধান করতে চাইছিলেন। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।
পাকিস্তানকে ৩০০ কোটি ডলার দিতে আইএমএফের চূড়ান্ত অনুমোদন
অর্থনৈতিক নাকাল অবস্থা কিছুটা হলেও কাটতে যাচ্ছে পাকিস্তানের। দীর্ঘদিন আলোচনার পর দেশটির পাশে দাঁড়াল আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ। গতকাল বুধবার (১২ জুলাই) সংস্থাটি পাকিস্তানকে ৩০০ কোটি ডলারের বেলআউট প্যাকেজ দিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। খবর বিবিসি। পাকিস্তান ও আইএমএফ দুইপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম কিস্তিতে দক্ষিণ এশিয়ায় দেশটি পাবে ১২০ কোটি ডলার। বাকি অর্থ আগামী নয় মাসের মধ্যে দেয়া হবে।
পাকিস্তান ঋণ পরিশোধে প্রায় অক্ষম হয়ে পড়ে ছিল। প্রায় আট মাস ধরে আইএমএফের সঙ্গে আলোচনা চলছিল পাকিস্তানের। আর্থিক সাহায্যের জন্য বেশ কিছু শর্তও রেখেছিল সংস্থাটি। যার ভিত্তিতে আনা হয়েছে বেশ কিছু সংস্কার।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বেলআউট একটি বড় পদক্ষেপ। এটি তাৎক্ষণিক থেকে মধ্যমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করবে। পাশাপাশি পরবর্তী আর্থিক সংস্থানের জন্য পথ খুলে দিয়েছে। সূত্র: বণিক বার্তা।
আন্দোলনের জেরে বেতন বন্ধ ১৭ হাজার শিক্ষকের
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। এমন পরিস্থিতিতে তাদের বেতন বৃদ্ধি না করে উল্টো ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে তিউনিসিয়া। একইসঙ্গে ৩৫০টি স্কুলের অধ্যক্ষকে বরখাস্তও করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের
সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশের প্রায় ৩০ শতাংশ শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া এমন পদক্ষেপে শিক্ষকদের সংগঠন ইউজিটিটি ইউনিয়নের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিরোধ আরও বাড়তে পারে। এরই মধ্যে শত শত স্কুলের অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেওয়া শুরু করেছেন। ইউজিটিটি নেতা ইকবেল আজাবি বলেন, ‘শিক্ষকদের অনাহারে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আরও আন্দোলন হবে। ফলে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করা বেশ কঠিন হবে। এরই মধ্যে শত শত স্কুলের অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দিতে শুরু করেছেন।’এ ছাড়া আন্দোলনের অংশ হিসেবে তিউনিসিয়ার শিক্ষকরা স্কুলে শিক্ষার্থীদের গ্রেড দিতে অস্বীকার করেছেন। তিউনিসীয় শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বোগদিরি বলেন, ‘শিক্ষার্থীদের গ্রেড না দেওয়া একটি বিপর্যয়। এটি শিশুদের বিরুদ্ধে অপরাধ।’ সূত্র; কালবেলা
পশ্চিমা সাহায্যের জন্য ইউক্রেনের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ- বলছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-সেভেনের নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছেন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দুদিন ধরে অনুষ্ঠিত পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট নেটোর বার্ষিক সম্মেলনের শেষ দিনে জি-সেভেনের নেতারা এই অঙ্গীকারের কথা ঘোষণা করেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ইউক্রেন যাতে স্থলে, সমুদ্রে এবং আকাশে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে সেজন্য সাহায্য করার ব্যাপারে জি-সেভেনের সদস্য দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ।জি-সেভেনের এই ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিন বলছে তাদের এই উদ্যোগের ফলে রাশিয়ার নিরাপত্তা লঙ্ঘিত হবে। জি-সেভেনের ঘোষণাকে তারা অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছে। সূত্র; বিবিসি বাংলা ।
নিখোঁজ জার্মান ব্যবসায়ীর টুকরো লাশ পাওয়া গেল থাইল্যান্ডে
নিখোঁজ এক জার্মান ব্যবসায়ীর লাশ খুঁজে পেয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। নাম হান্স পিটার ম্যাক (৬২)। একটি বাড়ির ফ্রিজার এবং ময়লার ব্যাগে তার লাশ পাওয়া যায়। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নগরী নং প্রুর একটি ভাড়া বাড়িতে সোমবার পুলিশ এই লাশ খুঁজে পায়।এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জার্মানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।ম্যাক সম্পত্তি কেনা-বেচার দালালি করতেন। তিনি তার থাই স্ত্রীর সঙ্গে পূর্বাঞ্চলীয় শহর পাতায়ায় থাকতেন। ৪ জুলাই থেকে ম্যাক নিখোঁজ ছিলেন।পুলিশ বলছে, গ্রেপ্তার দুই সন্দেহভাজন ম্যাককে খুনের চক্রান্ত করে এবং তারপর দেহ বয়ে নিয়ে গিয়ে তা লুকিয়ে ফেলে। সূত্র: বিডি নিউজ
পাকিস্তানের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯ সেনা
উত্তর বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর ঝাব গ্যারিসন ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন যাদের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। এর আগে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া থেকে সন্ত্রাসীদের হামলায় চার সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার কথা জানানো হয়েছিলো। বার্তাসংস্থা জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে আইএসপিআর জানায়, বুধবার ভোরবেলা, সন্ত্রাসীদের একটি দল গ্যারিসনে একটি নৃশংস হামলা চালায়। সামরিক ঘাঁটিতে প্রবেশের সময় সৈন্যদের তল্লাশির মুখে গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী এবং সৈন্যদের মধ্যে গোলাগুলি হয় তখন।পরে রাতে সেনাবাহিনীর মিডিয়া উইং ঘোষণা করে জানায় যে ঝাব গ্যারিসন ঘাঁটিতে সন্ত্রাসী নির্মূল অভিযান শেষ হয়েছে। অভিযানের সময় পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানানো হয়।তবে এ ঘটনায় বীরত্বের সাথে লড়াই করার সময় মোট নয়জন সৈন্য মারা যান বলে জানায় আইএসপিআর। সূত্র: দেশ রুপান্তর