প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩
খেলাধুলা ডেস্ক
ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন আর্লিং হলান্ড। তিনি ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন শিরোপার ‘ট্রেবল’। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছেন হলান্ড।
বর্তমানে ছুটি কাটাচ্ছেন নরওয়েজিয়ান ফুটবলার হলান্ড। এ সময় কাতার বিশ্বকাপের আলোচিত মডেল ইভানা নোলের সাথে ঘুরতে দেখা গেছে হলান্ডকে।
গত শুক্রবার (৩০ জুন) স্পেনের ইবিজায় বেড়াতে গিয়েছিলেন হলান্ড। প্লায়া সোলেইল বিচ ক্লাবে নরওয়ের এই স্ট্রাইকার ইভানার সাথে ছবি তুলেছেন। দুই জনের যুগলবন্দী ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন মডেল ইভানা।
বিশ্বফুটবলের মেগা ওই আসরটিতে ‘হটেস্ট ফ্যানের’ তকমাও পেয়েছিলেন ইভানা। সাবেক এই মিস ক্রোয়েশিয়া টুর্নামেন্টজুড়ে উত্তেজনাপূর্ণ সব ম্যাচ ছাপিয়ে বাড়তি নজর কেড়েছিলেন।
তবে তাদের দুইজনের এমন দেখা হঠাৎ হয়েছে নাকি পরিকল্পিত, সেটি নিশ্চিত হওয়া যায়নি। যদিও সবশেষ ‘ট্রেবল’ জয়ের পর হলান্ডকে তার দীর্ঘদিনের বান্ধবী ইজাবেল জোহানসেনের সাথে দেখা গেছে।
বরুসিয়া ডর্টমুন্ডে খেলার সময় থেকে ইজাবেলের সাথে হলান্ডের সম্পর্ক। দুইজনকে সর্বপ্রথম ২০২২ সালের নভেম্বরে একসাথে প্রকাশ্যে দেখা যায় স্পেনের মারভেলায়। ইজাবেলও একজন ফুটবলার, নরওয়ের জাতীয় নারী দলের হয়ে খেলছেন তিনি।
সারাদিন/০২ জুলাই/এমবি