Print

সারাদিন

ইতিহাস গড়ে গিনেস ওয়ার্ল্ডে নাম লেখালেন রোনালদো

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

খেলাধুলা ডেস্ক

ইতিহাস গড়ে ‌‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লেখালেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

এই রেকর্ডসের দিন গোলও করেছেন সিআর সেভেন। তার একমাত্র গোলেই ইউরো বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল।

মঙ্গলবার (২০ জুন) প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর আগে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের’ সার্টিফিকেট গ্রহণ করেন পর্তুগিজ তারকা রোনালদো। যেখানে ১৯৬ আন্তর্জাতিক ম্যাচ খেলে তার সবচেয়ে কাছে রয়েছেন কুয়েতের বদর আল-মুতাওয়া।

এদিন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে একের পর এক আক্রমণ করেও কোনোমতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। ম্যাচের ৮১তম মিনিটে আইসল্যান্ড ১০ জনের দলে পরিণত হলে চাপ কাটিয়ে ওঠে পর্তুগাল। থর উইলামসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

পরে ম্যাচের ৮৯তম মিনিটে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। কিন্তু দুই মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে রোনালদোকে। রেফারি অফসাইড দিলে গোলটি বাতিল হয়। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) রিভিউ দেখার পর গোলটি বৈধ বলে জানিয়ে দেন। পর্তুগালের হয়ে ২০০ ম্যাচে রোনালদোর ১২৩তম গোল। এটিই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চার ম্যাচের সবকটিতেই জিতেছে পর্তুগাল। ফলে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে রোনালদোরা। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া।

Nagad
Nagad

ম্যাচ শেষে রোনালদো বলেন, “এই জয়ের স্বাদ একেবারেই আলাদা। জয়সূচক গোল করেছিল বলে নয়, কারণ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে এটা আমার ২০০তম ম্যাচ।”

সারাদিন/২১ জুন/এমবি