প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারীচলিত অটোচাপায় হাসিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকাল ১১টারদিকে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার ভরাডোবা গ্রামের মুনসুর শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মুনসুর শেখের স্ত্রী হাসিনা খাতুন সোমবার সকালে ভালুকা উপজেলা পরিষদ এলাকায় ভালুকা-গফরগাঁও সড়ক পার হচ্ছিলেন। ওই সময় ব্যাটারীচালিত একটি অটো তাকে চাপা দেয়। এতে, তিনি গুরুতর আহত হন। পরে, স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।