Print

সারাদিন

আমি তোমাকে ভালোবাসি লিও: নেইমার

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

খেলাধুলা ডেস্ক

প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি থেকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিদায়ের সুর বেজেছিল আগেই। লিগ ওয়ানে ক্লেমোর বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হলো লিওনেল মেসির পিএসজি অধ্যায়। তার বিদায়ে আবেগি হয়ে পড়েছেন ক্লাব সতীর্থ ও বন্ধু নেইমার জুনিয়র। জাতীয় দলে তারা দুজনে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ হলে তো মেসি-নেইমারকে নিয়ে রীতিমত যুদ্ধ লেগে যায় সমর্থকদের। তবে মাঠের বাইরে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধু, কখনও ভাইয়ের মতো। সেটাই আবারও ফুটে উঠেছে মেসির বিদায়ে নেইমারের আবেগঘন এক স্ট্যাটাসে।

রোববার (০৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দুইজনের আলিঙ্গনের একটি ছবি আপলোড করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সেখানে তিনি লিখেছেন, “ভাই আমার… আমরা যেমন চেয়েছিলাম তেমনটা হয়নি কিন্তু আমরা সব চেষ্টা করেছি। তোমার সাথে আরও দুই বছর ভাগ করে নিতে পারাটা দারুণ ছিলো। তোমার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা এবং ভালো থেকো। আমি তোমাকে ভালোবাসি লিও।”

পিএসজির আগে বার্সেলোনাতেও একসাথে খেলেছেন মেসি-নেইমার। সান্তোস ছেড়ে নেইমার যখন বার্সেলোনায় যোগ দেন তখন থেকেই তাদের সম্পর্কের শুরু। এরপর দিনে দিনে তা আরও গভীর হয়েছে। ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে লিওনেল মেসির যোগ দেওয়ার অন্যতম কারণও ছিলো তাদের এই বন্ধুত্ব।

জানা গেছে, চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়তে পারেন নেইমারও। ধারণা করা হচ্ছে, পিএসজির সাথে চুক্তি নবায়ন না করে সৌদি আরবের প্রো লিগে যোগ দিতে যাচ্ছেন মেসি।

সারাদিন/০৫ জুন/এমবি 

Nagad
Nagad