প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৩
খেলাধুলা ডেস্ক
আবারও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নাইমুর রহমান দুর্জয় এবং সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
শনিবার (২০ মড) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এর আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১০ বছর পর হতে যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটারদের জন্য গঠিত এই সংগঠনের নির্বাচন। কিন্তু নতুন করে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কেউ দায়িত্ব নিতে আগ্রহী না হওয়ায় আবারও দুর্জয়-দেবব্রতকেই আরও এক মেয়াদে নির্বাচিত করা হয়েছে। ২০১৪ সাল থেকেই ‘কোয়াব’র দায়িত্বে আছেন দুর্জয়-দেবব্রত। এখন আরও চার বছরের জন্য মেয়াদ বাড়ল তাদের।
শনিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোয়াবের এজিএমে নির্বাচনের প্রার্থিতা আহবান করার পর কমিশনার ও বিসিবি পরিচালক মাহবুব আনামের কাছে কেউই নাম জমা দেননি। পরে মাহবুব আনাম বলেন, “আমার কাছে কেউ নাম দেননি, কেউই দায়িত্ব নিতে রাজী না। কেউ অধিনায়ক হতে চান না। এটা দুর্ভাগ্যজনক। যেহেতু কেউ নাম দেননি কাজেই সবাইকে মিলে কাউকে দায়িত্বটা দিতে হবে।”
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তার বক্তব্যের সময় উপস্থিত থাকা সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দুই পদের জন্য প্রার্থী আহবান করেন। তার ডাকেও কেউ সাড়া দেননি।
পরে এজিএমের সমন্বয়কের ভূমিকায় থাকায় বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো আগের দুই সংগঠকের নামই প্রস্তাব করেন, “যেহেতু কেউ প্রার্থী হতে চাননা আমার প্রস্তাব হচ্ছে দুর্জয় ভাই ও দেবব্রতই দায়িত্ব পালন করে যান। দুর্জয় ভাই বলেছেন তার ইচ্ছা নেই কিন্তু আমরা সবাই তাকে চাই। তারা ভালো কাজ করছেন, তারাই আবার দায়িত্বে থাকুন। আপনারাদের এই সিদ্ধান্তে সায় থাকলে হাত তুলুন।”
তখন তানভির ইসলাম টিটু ঘোষণা দেন, “আবারও নাইমুর রহমান দুর্জয়কে সভাপতি আর দেবব্রত পালকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান কারা? হাত তুলে জানান। তখন সিংগভাগ ক্রিকেটারই হাত তুলে সমর্থন করেন। আর তাতেই আগের সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন করে সম্পাদক মনোনীত হন।”
সারাদিন/২০ মে/এমবি