Print

সারাদিন

আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ আওলাদ হোসেন (২৭) নামে এক মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব ৪ এর একটি আভিযানিক দল। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়

শনিবার (২০) দুপুর ১২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার (২০ মে) ভোররাত পৌনে ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আওলাদ হোসেন (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে আশুলিয়া জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

Nagad
Nagad

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত পিকআপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।