প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৩
ঝিনাইদাহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ফেন্সিডিল-গাঁজাসহ মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে র্যাব । সোমবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত- রত্না বেগম (৩৫) কালীগঞ্জ উপজেলার বারোবাজার (মহিষাহাটি) কেরামত মন্ডলের মেয়ে । এ সময়, তার কাছ থেকে ০১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বারোবাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে । এ সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রত্নাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।