প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ১১, ২০২৩
সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় একটি স্টুডিওতে অভিযান চালিয়ে ৫২পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিলসহ রাজিব হোসেন (২৩) নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। মূলত তারা স্টুডিও ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতে বলে জানা যায়।
বুধবার (১০ মে) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ঈদগা মাঠ এলাকার ফিরোজ স্টুডিও থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাজিব হোসেন (২৩) ঝাঁলকাঠি জেলার কাঠালিয়া থানার বাঁশবুনিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোড নজরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া।
পলাতক আসামির নাম ফিরোজ প্রামানিক (৪৫)। সে আশুলিয়ার পল্লিবিদ্যৎ এলাকার মৃত আব্দুল জব্বার প্রামাণিকের ছেলে এবং ফিরোজ স্টুডিওর মালিক।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ঈদগা মাঠের দক্ষিণ পাশে ফিরোজ স্টুডিওতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ফিরোজ প্রামাণিক (৪৫) নামের এক মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সম্পর্কে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ওই স্টুডিও এর কর্মচারী এবং উদ্ধারকৃত ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট ফিরোজ স্টুডিও এর মালিক ফিরোজ প্রামাণিকের। ফিরোজ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাহার স্টুডিওতে রাখিয়া আটককৃত আসামীর সহায়তায় বিক্রয় করে। অভিযানকালে ফিরোজ প্রামাণিক স্টুডিও এর সামনে অবস্থান করছিল এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ফিরোজ পালিয়ে যায় বলেও সে জানায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালত পাঠানো হয়েছে। সেই সাথে এই মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।