প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩
সারাদিন ডেস্ক
বিশ্বের প্রতিটি কোণে সংবাদপত্রের স্বাধীনতা আক্রমণের মুখে: জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি। কিন্তু বিশ্বের প্রতিটি কোণে সংবাদপত্রের স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে।আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার এক বার্তায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি উপলক্ষে গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধনীতে জাতিসংঘ মহাসচিবের ভিডিও বার্তাটি প্রচার করা হয়। বার্তাটি জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বার্তায় আন্তোনিও গুতেরেস বলেন, ‘দিনটি একটি মৌলিক সত্য তুলে ধরে: আমাদের সব স্বাধীনতা নির্ভর করে সংবাদপত্রের স্বাধীনতার ওপর। সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি।’ সূত্র: প্রথম আলো
হোয়াইট হাউস কর্মকর্তার বিবৃতি
পাঁচ মাসে লাখের বেশি রুশ সেনা হতাহত
পূর্ব ইউক্রেন, বিশেষ করে বাখমুতকেন্দ্রিক পাঁচ মাসের যুদ্ধে এক লাখের বেশি রুশ সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত এবং ৮০ হাজারের মতো সেনা আহত হয়েছে।কিরবি আরো বলেন, দনবাস অঞ্চল, বিশেষ করে বাখমুত দিয়ে রাশিয়ার আক্রমণের চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কোনো ভূখণ্ড দখলে ব্যর্থ হয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের সর্বশেষ গোপন নথির উদ্ধৃতি দিয়ে কিরবি বলেন, নিহতদের মধ্যে অর্ধেকই ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের। এই ভাড়াটে যোদ্ধাদের অনেকেই রাশিয়ার কারাগার থেকে এসে যোগ দিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ
কৃত্রিম বুদ্ধিমত্তা ভয়ংকর!
গুগল ছাড়লেন এআই ‘গডফাদার’ হিন্টন
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যাকে ‘গডফাদার’ বলা হয়। তার নাম জেফ্রি হিন্টন। প্রযুক্তি জায়ান্ট গুগলে যোগ দিয়েছিলেন ১০ বছর আগে। সেই গুগল থেকে ইস্তফা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আর কিছুকাল পরই চ্যাটবটরা মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে যেতে পারে। হিন্টন সারাজীবন কাজ করেছেন কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে। এ জন্য প্রচুর পুরস্কারও পেয়েছেন। কিন্তু এখন নিজেই নিজের কাজের জন্য অনুশোচনা করছেন প্রযুক্তির এই ‘গডফাদার’। ভয় পাচ্ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে তৈরি হতে চলা পরিস্থিতি নিয়ে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতা এবং ঝুঁকি নিয়ে নির্দ্বিধায় কথা বলার জন্য গুগল থেকে পদত্যাগ করেছেন হিন্টন। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে দেওয়া এক বিবৃতিতে ৭৫ বছর বয়স্ক ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী ড. হিন্টন গুগল থেকে তার পদত্যাগের কথা ঘোষণ দেন। কেন গুগল ছাড়লেন সে সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে একটি টুইটও করেন তিনি। টুইটারে হিন্টন লিখেছেন, ‘আমি গুগল ছাড়লাম যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি হতে চলা সংকটজনক পরিস্থিতি নিয়ে নির্দ্বিধায় কথা বলতে পারি। এর প্রভাব যাতে গুগলে না পড়ে, তাই আমি সংস্থা থেকে পদত্যাগ করেছি।’ তিনি এও বলেন, ‘তবে আমাকে স্বীকার করতেই হবে যে, এআই ব্যবহারের ক্ষেত্রে গুগল অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করেছে। মানব মস্তিষ্কের সমতুল্য সিস্টেম, যাকে বলে ‘নিউট্রাল নেটওয়ার্ক’। সূত্র: বিডি প্রতিদিন।
সুদানে যুদ্ধ বন্ধের হাওয়া
শিগগিরই সৌদিতে আলোচনায় বসছেন দুই জেনারেল: পালিয়েছে ৪ লাখ ৩০ হজার মানুষ। অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ৩ লাখ ৩০ হাজার : জাতিসংঘ * অনলাইনে প্রিয়জন খুঁজছেন স্বজনরা, নিখোঁজদের সন্ধানে রেড ক্রসের হটলাইন
সুদানে এখন প্রতিদিনই আতঙ্ক, মৃত্যুভয়। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) লড়াইয়ে উত্তাল হয়ে উঠেছে রাজধানী খার্তুম। থেমে থেমেই ট্যাংক, গোলাবারুদ বিমান হামলায় কেঁপে কেঁপে উঠছে খার্তুমের জনপদ। ক্ষমতা দখল দ্বন্দ্বে টানা ১৮ দিনের মাথায় শোনা গেল, যুদ্ধ বন্ধের হাওয়া লেগেছে সুদানে। শিগগিরই আলোচনায় বসছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ জেনারেল মোহামেদ হামদান দাগালোস। দুই জেনারেলের প্রতিনিধিরাও থাকবেন আলোচনায়। মঙ্গলবার মিসরীয় নিউজ চ্যানেল আল-কাহেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রানজিশনাল সোভেইরিন কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট জেনারেল শামস আল-দিন আল-কাব্বাশি বেশ জোর দিয়েই এ কথা বলেছেন। সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য জেদ্দার ওই আলোচনায় সুদানের যুদ্ধবিরতি এবং মানবিক প্রয়োজনের ওপর আলোকপাত করা হবে। গত সপ্তাহে সুদানের জাতিসংঘ দূত ভলকার পেরেটজ জানিয়েছিলেন, উভয়পক্ষই আলোচনার জন্য প্রস্তুত। আসন্ন আলোচনার জন্য ইতোমধ্যেই তারা প্রতিনিধি মনোনীত করেছে। শুরুর দিকে সৌদি আরবের জেদ্দা অথবা দক্ষিণ সুদানের জুবায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তখন দাগালোর সাথে আলোচনায় বসতে অসম্মতি জানিয়েছিলেন বুরহান। অন্য দিকে দাগালো জানিয়েছিলেন সেনাবাহিনী শত্রুতা বন্ধ না করা পর্যন্ত তিনি আলোচনায় বসবেন না। গত সপ্তাহের শেষ দিন পর্যন্তও এমনই ছিল দুই জেনারেলের সিদ্ধান্ত। সূত্র: যুগান্তর
মিয়ানমারে ভিন্নমতের জন্য ২১৫৩ কারাবন্দিকে মুক্তি দিল জান্তা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাসোনে পূর্ণিমা দিবস উপলক্ষে দুই হাজার ১৫৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করাকে অপরাধ কারাবন্দি ছিলেন। খবর- ইরাবতি। সূত্র: সমকাল
সুদান ছেড়ে পালাল এক লাখ মানুষ: জাতিসংঘ
সশস্ত্র দুই বাহিনীর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ সুদান ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দ্রুত এ সংঘাতের সমাপ্তি না হলে ‘সর্বাত্মক বিপর্যয়’ নেমে আসবে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবর বিবিসি। জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস বলেছেন, উভয় পক্ষ একটি ‘স্থিতিশীল ও নির্ভরযোগ্য’ যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত হয়েছে। আলোচনার সম্ভাব্য ভেন্যু হতে পারে সৌদি আরব। যদি সত্যিই শান্তি আলোচনা শুরু হয়, তবে দু’পক্ষের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এটিই হবে প্রথম বৈঠক। সূত্র: বণিক বার্তা।
সব লক্ষণ বসন্তকালীন আক্রমণের? হামলার তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া ও ইউক্রেন
ইউক্রেনের পাল্টা আক্রমণ অভিযান অচিরে শুরু হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন প্রত্যাশা করছেন বসন্তের শুরু থেকেই। গতকাল সোমবার (১ মে) তারই ইঙ্গিত মিলেছে রণাঙ্গনে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জোরালো করেছে আক্রমণের ধার। রুশ সেনারাও নিচ্ছে প্রতিরক্ষামূলক অবস্থান। এরমধ্যেই রাশিয়ায় এক বিস্ফোরণে লাইনচ্যুত হয়েছে একটি সরবরাহ ট্রেন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের -ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, তার দেশের সামরিক বাহিনী পাল্টা-আক্রমণ অভিযানের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এখন কবে, কোথায় ও কখন তা শুরু হবে সে বিষয়ে কমান্ডাররাই সিদ্ধান্ত নেবেন।সোমবার দিনের শুরুতেই আকাশপথে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালায় রাশিয়া। গত চারদিনের মধ্যে যা ছিল দ্বিতীয় বৃহত্তর আক্রমণের ঘটনা। মধ্য- ইউক্রেনের পাভলোগ্রাদ শহরে স্কুল ও বসতবাড়িসহ কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। রাজধানী কিয়েভসহ অন্যান্য জনপদেও ভোরের আগে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, এসময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি রাশিয়ান ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
জাপানে যৌন তৃপ্তির জন্য গোপনে ছবি তোলা বন্ধে কড়া আইন
জাপানে যৌন হয়রানির উদ্দেশ্যে গোপনে কারোর শরীরের ফটো বা ভিডিও ছবি তোলা আইনত নিষিদ্ধ করে প্রথমবারের মত আইন চালু হচ্ছে। এই আইন আনা হচ্ছে “অপরের যৌনক্রিয়া বা যৌনাঙ্গ দেখে যৌন তৃপ্তিলাভের” উদ্দেশ্যে যারা “আপস্কার্টিং” বা স্কার্টের নিচ থেকে গোপনে নারী অঙ্গের ছবি তোলে বা যৌনক্রিয়াার ভিডিও গোপনে রেকর্ড করে – তাদের বিরুদ্ধে।জাপনে বর্তমানে এধরনের অপরাধের বিচার করা হয় দেশটির স্থানীয় প্রশাসনিক আইনের অধীনে- এলাকাভেদে যা ব্যাপকভাবে ভিন্ন হয়ে থাকে।জাপানে যৌন অপরাধের জন্য আইনে যে ব্যাপক সংস্কার আনা হচ্ছে নতুন এই আইন তারই অংশ। নতুন আইনের অধীনে ধর্ষণের সংজ্ঞাও আরও ব্যাপক করা হবে।বিনা অনুমতিতে কারোর যৌনাঙ্গের ছবি তোলা, সেই ছবি বিতরণ করা এবং অথবা সেই ছবি কারোর কাছে রাখা এই আইনে নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
অনশনে বন্দি মৃত্যুর জেরে গাজা-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা
ইসরায়েলের কারাগারে অনশনে ফিলিস্তিনি এক বন্দি মারা যাওয়ার পর গাজা থেকে ছোড়া মুহুর্মুহু রকেটের জবাবে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।মঙ্গলবার রাতে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো হামলা চালানোর পর গাজার বিভিন্ন অংশের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের প্রশিক্ষণ শিবির ও অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ উপকূলীয় ছিটমহল গাজা শাসনকারী ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী।ইসরায়েলি জঙ্গি বিমানগুলো যখন গাজায় তাণ্ডব চালাচ্ছিল সেই সময় সেখান থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে ইসরায়েলি শহর আশকেলোনে রকেট হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি নিউজ
লাশের টালিখাতায় সন্দেহ
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ক্রমাগত ইউক্রেনের অঞ্চল দখলে নিতে থাকা রাশিয়াকে গত বছরের মাঝামাঝিতে রুখে দিতে থাকে ইউক্রেনীয় সেনারা। তবে শীতে এবং যুদ্ধাস্ত্রের সংকটে ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ যুদ্ধে পিছিয়ে যায়। এখন ইউক্রেন বসন্তের পর বরফগলা কাদামাটি শক্ত হলে বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু রাশিয়া থেমে নেই বরং গেল কয়েক দিনে আক্রমণের মাত্রা বাড়িয়েছে। লাগাতার ক্ষেপণাস্ত্র-গোলা ছুড়ে চলেছে রুশ সেনারা। ওদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে হচ্ছে তীব্র যুদ্ধ। এ যুদ্ধে শহরটি প্রায় দখলে নিয়ে এসেছে রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপ। ওয়াগনারের আক্রমণে বাখমুতে টিকে থাকা ইউক্রেনীয় সেনারা আশ্রয় নিয়েছে মাটির নিচে পরিখা খুঁড়ে। যুদ্ধের এই যখন পরিস্থিতি তখন যুক্তরাষ্ট্র দাবি করছে, এ যুদ্ধে বিগত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাসে অন্তত ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে হতাহত হয়েছে অন্তত এক লাখ। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি। তিনি বলেন, নিহত রুশ সেনাদের মধ্যে অর্ধেকই ভাড়াটে বাহিনী ওয়াগনারের; এ বাহিনীই পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে নিতে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। সূত্র: দেশ রুপান্তর