প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এই প্রতিষ্ঠানটিতে আটটি পদে নবম এবং দশম গ্রেডে মোট ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী প্রকৌশলী (২১ জন), সহকারী ব্যবস্থাপক (কারিগরি) (০৫ জন), সহকারী ব্যবস্থাপক (সাধারণ) (২২ জন), সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব/নিরীক্ষা), (১০ জন), উপসহকারী প্রকৌশলী(১১ জন), সহকারী কর্মকর্তা (০২ জন), পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)(একজন), সহকারী কর্মকর্তা (হিসাব/রাজস্ব/নিরীক্ষা)(০৪ জন)।
শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ নবম গ্রেডের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৬৬৭ টাকা এবং দশম গ্রেডের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২১ মে থেকে আগামী ১৯ জুন ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের শর্ত, পদ্ধতি’সহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।
সারাদিন/২৯ এপ্রিল/এমবি