প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
সারাদিন ডেস্ক
ঢাকার ধামরাইয়ে সাংবাদিককে হত্যাচেষ্টার মামলায় গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মোল্লার ভাতিজাসহ প্রধান দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার (২৬ এপ্রিল) আদালতে জামিনের আবেদন করলে তা বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া জিন্নাহ।
আসামিরা হলেন- ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক মোল্লা ও তার সহযোগী স্থানীয় ট্রাক মালিক সমিতির নেতা আব্দুল মান্নান।আবু বক্কর স্থানীয় চেয়ারম্যানের কাদের মোল্লার ভাতিজা।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোন, ক্যামেরা, আইডি কার্ড ও টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আব্দুল মান্নান ও আবু বক্করসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী সাংবাদিকের ছেলে। সেই মামলায় আসামিরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। পরবর্তীতে মামলাটি জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়।
বুধবার মামলাটিতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে প্রধান দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
২০২২ সালের ২৪ মে কলেজ পড়ুয়া তরুণ-তরুণীকে রাতভর ঘরে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় র্যাবের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন আবু বক্কর সিদ্দিক মোল্লাসহ তার চার সহযোগী। এ ঘটনায় কয়েকমাস জেল খেটে আসার পরে আবারও পুরনো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন তিনি ও তার সহযোগীরা।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, সম্প্রতি আবু বক্কর সিদ্দিকের বিভিন্ন অপরাধের প্রতিবেদন প্রকাশের জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে।