প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
সারাদিন ডেস্ক
ইউরোপের পরাশক্তি সব দলের বিপক্ষে দুর্দান্ত রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগে খেলতে নেমেই একের পর এক ধরাশায়ী হচ্ছে। এবার আরও একটি ম্যাচে বড় ব্যবধানে উড়ে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে আর্জেন্টাইন তরুণের চার গোলে জিরোনার বিপক্ষে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে লস ব্লাঙ্কোসরা। লিগ শিরোপাও তুলে দিয়েছে বার্সার ঘরে।
এই হারের ম্যাচে নায়ক বনে গেছেন এক আর্জেন্টাইন। তিনি একাই রিয়ালের বিপক্ষে চার গোল করেছেন।
একুশ শতকে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করার কীর্তি গড়েছেন ওই ফুটবলার। ভালেন্তিন কাস্তেয়ানোস জিরোনায় হয়ে এই রেকর্ড করেছেন। ২৪ বছর বয়সী এই ফুটবলারের ‘অতিমানবীয়’ নৈপুণ্যে জিরোনা ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়ালকে।
পেটের অসুস্থতায় নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং পেশির চোটে ফরোয়ার্ড করিম বেনজেমা ও ডিফেন্ডার ডেভিড আলাবাও এই ম্যাচে ছিলেন না। আর তাতেই স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নরা ধরা খাবে সেটি নিশ্চয়ই কেউ ভাবেননি।
এই জয়ে জিরোনা পয়েন্ট টেবিলে নয়ে উঠেছৈ। আর এক ম্যাচ বেশি খেলে রিয়াল ১১ পয়েন্টে বার্সার চেয়ে পিছিয়ে গেছে।