প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসের প্রথম ২১ দিনে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৬০৭ কোটি টাকা (ডলার ১০৭ টাকা হিসাবে)।
সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৭৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এর আগে চলতি এপ্রিলের প্রথম ৭ দিনে ৪৭ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। পরে ৮ থেকে ১৪ এপ্রিল পাঠিয়েছে ৪৮ কোটি ১৮ লাখ মার্কিন ডলার। আর ১৫ থেকে ২১ এপ্রিল পাঠান ৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
২০২১ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স’ (এসভিআরএস) জরিপের ফলাফলে দেখা যায়, ২০২১ সালে মোট ১২ দশমিক ৮ শতাংশ খানা বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করেছে৷ প্রবাসী আয় গ্রহণকারী খানাগুলো মূলত পল্লি অঞ্চলকেন্দ্রিক। পল্লি অঞ্চলের ১৪ শতাংশ খানা বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করে। সিটি করপোরেশন এলাকায় এ হার ৭ দশমিক ৪২ শতাংশ এবং পৌরসভা বা অন্যান্য শহরাঞ্চলে তা ১০ শতাংশ।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, প্রবাসী আয় গ্রহণকারী খানার সংখ্যা সর্বাধিক চট্টগ্রাম বিভাগে৷ এ বিভাগে প্রবাসী আয় গ্রহণকারী খানার অনুপাত ২৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ, প্রতি চারটি খানার বিপরীতে একটি খানা প্রবাসী আয় পেয়ে থাকে।
প্রবাসী আয় গ্রহণে দ্বিতীয় অবস্থানে সিলেট বিভাগ। এ বিভাগের ২৪ দশমিক ৭ শতাংশ খানা প্রবাসী আয় গ্রহণ করে৷ রেমিট্যান্স গ্রহণকারী খানাগুলোর অধিকাংশই (৮৪ শতাংশ) চট্টগ্রাম বিভাগে। রংপুর বিভাগে প্রবাসী আয় গ্রহণকারী খানার অনুপাত সবচেয়ে কম, মাত্র ২ দশমিক ৪ শতাংশ।