প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩
সারাদিন ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয়ের মুখ দেখল দিল্লি দিল্লি ক্যাপিটালস। আইপিএলে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল।
দিল্লির অর্জুন জেটলি স্টেডিয়ামে মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয় কলকাতা। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান করে দিল্লি। ফেলে জয়ের বন্দরে নোঙর।
এদিকে লকাতা নাইট রাইডার্সের একাদশে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন লিটন দাস। কিন্তু ব্যাট করতে নেমেও আলো ছড়াতে পারেননি তিনি। মাত্র চার বলে চার রান করেই ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলকাতার অবস্থান টেবিলের অষ্টম স্থানে। মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দিল্লি আছে সবার শেষে দশম স্থানে।