প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
সারাদিন ডেস্ক
সৌদিতে রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। একটি মানবাধিকার গোষ্ঠী গতকাল সোমবার বলেছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম রমজানে কারও মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজানের পঞ্চম দিন গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি সৌদি আরবের নাগরিক। হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি একজনকে ছুরিকাঘাতের পর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন।জার্মানির বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব রমজানে এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।’ সূত্র: প্রথম আলো
গুজরাট রাজ্যের দায়রা আদালতে হাজিরা
সাজা খারিজের আরজি রাহুলের
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের গুজরাট রাজ্যের আদালতে দাঁড়িয়ে সাজা খারিজের আরজি জানিয়েছেন। আদালত আগামী ৩ মে এ নিয়ে শুনানির দিন ধার্য করেছেন। এ ছাড়া মানহানির মামলায় জামিনের মেয়াদ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত গুজরাট রাজ্যের সুরাট জেলার উচ্চতর দায়রা আদালতে গতকাল সোমবার হাজির হন রাহুল গান্ধী। ‘মোদি’ পদবি নিয়ে মানহানিকর মন্তব্য করায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত এবং এ কারণে লোকসভার সংসদ সদস্য (এমপি) পদেও অযোগ্য হন তিনি। এরপর গতকাল তিনি সশরীরে উচ্চতর আদালতে হাজির হলেন। মানহানির মামলায় সাজা ঘোষণার দিন সুরাটের নিম্ন আদালত রাহুল গান্ধীকে ৩০ দিনের অন্তর্বর্তী জামিন দেন। গতকাল উচ্চতর আদালত জামিনের মেয়াদ বাড়ান। ১৩ এপ্রিল পরবর্তী শুনানির আগে মামলার বাদী গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদিকে ১০ এপ্রিলের মধ্যে আদালতে বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেসের আইনজীবীরা জানান, গতকাল রাহুল আদালতে দুটি আবেদন দাখিল করেন। একটিতে মানহানির মামলায় জামিন প্রার্থনা করেন। আরেকটিতে সাজা খারিজের আবেদন জানান। উল্লেখ্য, কারাদণ্ডাদেশ হওয়ার কারণেই রাহুল লোকসভার সংসদ সদস্য (এমপি) পদে অযোগ্য হয়েছেন। অর্থাৎ দ্বিতীয় আবেদনের সঙ্গে রাহুলের এমপি পদের যোগসূত্র রয়েছে। সূত্র: কালের কণ্ঠ
করোনাকালে ওজন বেড়েছে ১০ হাজার মার্কিন সেনার
করোনা মহামারির সময় ৩০ পাউন্ড ওজন বৃদ্ধি পায় মার্কিন সেনা স্টাফ সার্জেন্ট ড্যানিয়েল মুরিলোর। অনেক কাঠ-খড় পুড়িয়ে অবশেষে আগের অব্স্থায় আসেন তিনি। অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলেন তিনি। লকডাউনের সময় দীর্ঘক্ষণ ল্যাপটপের সামনে বসে কাজ এবং মানসিক চাপের কারণে ২৭ বছর বয়সী মুরিলো চিপস এবং কুকিজে আকৃষ্ট হয়ে পড়েন। আর সে সময় জিমও বন্ধ ছিল-তাই নি য়মিত ব্যায়াম করা হয়ে ওঠে নি তার। এরপরেই ধীরে ধীরে বাড়তে থাকে তার ওজন।তিনি বলেন, আমার যে ওজন বাড়ছে সেটা আমি বুঝতে পারি। আমি ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা, তখন আমি ১৯২ পাউন্ডের মতো হয়ে যাই। ফলে স্বাভাবিকভাবেই ইউনিফর্ম পরতে পারিনা আর। ছোট হয়ে গিয়েছিল সেগুলো। তবে মুরিলো একা নন। তার মতো আরও অনেকে রয়েছেন। খবর এপিরএকটি গবেষণায় দেখা গেছে, করোনা মহামারির সময় মার্কিন সেনাদের প্রায় ১০ হাজারের বেশি সেনার ওজন বেড়েছে। মার্কিন নৌ-বাহিনীতে এবং মেরিনসেও মোটা হওয়ার প্রবণতা দেখা গেছে।গবেষণার নেতৃত্বদানকারী মেরিল্যান্ডের বেথেসডায় ইউনিফর্মড সার্ভিসেস ইউনিভার্সিটির সেন্টার ফর হেলথ সার্ভিসেস রিসার্চের পরিচালক ট্রেসি পেরেজ কোহেলমুস বলেছেন, ‘সেনাবাহিনী এবং অন্যান্য পরিষেবাগুলিতে কীভাবে বাহিনীকে ফিটনেসে ফিরিয়ে আনা যায় তার উপর ফোকাস করা দরকার।’ সূত্র: সমকাল
৯০ দিনেই নির্বাচন চান ইমরান
সংবিধান না থাকলে দেশ থাকে না : সামরিক শাসন জারি হওয়ার কোনো সম্ভাবনা নেই
এমনিতেই চরম অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। এর মধ্যে রাজনৈতিক উত্তেজনাও কম নয়। পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় নির্বাচন বিলম্বের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। পাকিস্তানের সংবিধান ছাড়া আর কোনো প্রতিষ্ঠানকে (নির্বাচন কমিশন) অনুসরণ করবে না বলেও জানান। রোববার এক সাক্ষাৎকারে এমন চড়া মন্তব্য করেন ইমরান খান। ডন, জিও নিউজ। পিটিআই প্রধান আরও বলেন, ‘সংবিধান না থাকলে দেশ থাকে না। পরিস্থিতি খুবই খারাপ। ব্যক্তিগত স্বার্থে বিচার বিভাগকে ভাগ করার চেষ্টা চলছে। সংবিধান নিয়ম ভেঙে ৩০ এপ্রিলের বদলে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের নির্বাচন ৮ অক্টোবর পর্যন্ত বিলম্বিত করার জেরে এ মন্তব্য করেন ইমরান খান। ২২ মার্চ এক প্রজ্ঞাপনে নতুন এই দিন ধার্য করে পাকিস্তানের নির্বাচন কমিশন। আজ ওই ঘোষণার বিরুদ্ধে দায়ের করা পিটিআইয়ের মামলার রায় দেবেন দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে বৃহস্পতিবারের এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়ায় নির্বাচন বিলম্বিত করার বিষয়ে মামলার শুনানি ৫ সদস্যের এসসি বেঞ্চ বা পূর্ণ বেঞ্চে হোক-তা আমাদের জন্য কোনো পার্থক্য আনে না। কারণ আমরা জানতে চাই ৯০ দিনের মধ্যে সাংবিধানিক বিধানের নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। আমাদের এই দুটি প্রাদেশিক অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আগে আমি আমাদের শীর্ষ সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছিলাম। তারা সবাই একেবারে পরিষ্কার করে বলেছিল যে নির্বাচন অনুষ্ঠানের ৯০ দিনের সাংবিধানিক বিধান অলঙ্ঘনীয় ছিল। পাকিস্তানের বর্তমান সরকার নির্বাচন কমিশনের (ইসিপি) সেঙ্গে সমঝোতা করেছিল এবং সংবিধানকে পুরোপুরি উপহাস করেছিল। সূত্র: যুগান্তর
ভালো মুনাফার সম্ভাবনা মেটাভার্সে বিনিয়োগে প্রস্তুত নয় অধিকাংশ প্রতিষ্ঠান
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ভালো মুনাফা অর্জনের সুবিধা করে দিতে মেটাভার্সের ভালো সক্ষমতা রয়েছে। তবে এ খাতে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত বড় কোনো বিনিয়োগ হয়নি। বিনিয়োগ করলে সফলতা আসবে কিনা সে বিষয়েও কোনো তথ্য নেই। সম্প্রতি কেপিএমজির এক জরিপে তথ্যটি উঠে এসেছে। খবর সিএনবিসি।কেপিএমজির টিএমটি লিডার মার্ক গিবসন বলেন, ‘প্রযুক্তি, মিডিয়া ও টেলিকম কোম্পানিগুলোর জন্য এটি বিব্রতকর পরিস্থিতি। মূলত কোথায় ও কী পরিমাণে বিনিয়োগ করতে হবে সে বিষয়টি পরিষ্কার নয়। আবার বিনিয়োগ করে লোকসানে পড়ার একটা ভয়ও রয়েছে।’ মেটাভার্স মূলত একটি ডিজিটাল জগৎ। যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়ালি যুক্ত হতে পারবেন। সবার আলাদা আলাদা অ্যাভাটার থাকবে। এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান, খেলায় অংশগ্রহণের মতো সামাজিক কাজ করা যাবে। এজন্য ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্ম ব্যবহার করতে হবে। সূত্র: বণিক বার্তা।
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন শাস্তি আইনে পরিবর্তন আনল মালয়েশিয়া
বাধ্যতামূলক মৃত্যুদণ্ডাদেশ বাতিল, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সংখ্যা কমানো, ও আমৃত্যু কারাদাণ্ড বিলোপ করে সোমবার (২ এপ্রিল) নতুন সংশোধনী পাস করেছে মালয়েশিয়ার পার্লামেন্ট। খবর রয়টার্স-এর।২০১৮ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল। ওই সময় মৃত্যুদণ্ড পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু সরকার তখন বিভিন্ন দলের কাছ থেকে এ বিষয়ে রাজনৈতিক চাপের সম্মুখীন হয়। খন সরকার বলেছিল, তারা মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখবে, তবে বিচারকেরা যাতে মৃত্যুদণ্ডের বদলে অন্য শাস্তি দিতে পারেন, তার ব্যবস্থাও রাখা হবে।বর্তমান সংশোধনীতে মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে বেত্রাঘাত ও ৩০-৪০ বছরের মতো কারাবাসের নিয়ম রাখা হয়েছে। মালয়েশিয়ার আইনে যাবজ্জীবন কারাদণ্ডের সময়সীমা ৩০ বছর, যা বর্তমান সংশোধনীতে অপরিবর্তিত রাখা হয়েছে। যেসব মারাত্মক অপরাধ যেমন অপহরণ, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও পাচার ইত্যাদির কারণে কারও মৃত্যু হয় না, সেসবের ক্ষেত্রে মৃত্যুদণ্ড রদ করা হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
কীভাবে মাদকাসক্তদের রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে তালেবান
“আমি কিছু মাদক সংগ্রহ করতে গিয়েছিলাম সেতুর নিচে । ঠিক সেই সময় টের পেলাম একটা হাত আমাকে পেছন থেকে ধরে ফেললো। তারা ছিল তালেবানের লোক, এবং আমাদেরকে ধরতেই তারা এসেছিল।“বলছিলেন মোহামেদ ওমর। তিনি তখন ছিলেন কাবুল শহরের পশ্চিম প্রান্তে পুল-এ-সুখতা নামের একটি সেতুর নিচে। সেখানেই হঠাৎ করে উপস্থিত হয় তালেবান সেনারা।কাবুলের নেশাখোরদের একটা পরিচিত বিচরণস্থল হচ্ছে এই জায়গাটা।কট্টর ইসলামপন্থী গোষ্ঠীটি ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার অনেক আগে থেকেই এই পুল-এ-সুখতা এলাকাটি এ জন্য কুখ্যাত।গত কয়েক মাস ধরে তালেবান এক অভিযান শুরু করেছে। তারা এই সেতু এলাকা ছাড়াও কাবুলের পার্ক বা পাহাড়ের চূড়া থেকে মাদকাসক্ত লোকদের ধরে নিয়ে যাচ্ছে।এদের অধিকাংশকেই প্রথমে নিয়ে যাওয়া হয় একটি সাবেক মার্কিন সামরিক ঘাঁটিতে – যেটাকে এখন মাদকাসক্তদের জন্য একটা অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে। ‘মাদকের রাজধানী’-আফগানিস্তানকে বলা হয় বিশ্বে মাদকাসক্তির রাজধানী। সূত্র: বিবিসি বাংলা ।
রাশিয়ায় ক্যাফেতে বোমা বিস্ফোরণ, জনপ্রিয় ব্লগার নিহত
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে দেশটির জনপ্রিয় মিলিটারি ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। রোববারের এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। খবর সিএনএন ও বিবিসির। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণে আহত মানুষজন রাস্তায় পড়ে আছেন।বিবিসি জানায়, ভ্লাদলেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। টেলিগ্রামে তাতারস্কির পাঁচ লাখের বেশি ফলোয়ার রয়েছে। তিনি ছিলেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সোচ্চার সমর্থক। ওই ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে তাতারস্কি সেখানে গিয়েছিলেন।রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে একটি বক্সে তাতারস্কির কাছে একটি মূর্তি দেয়া হয়। তাতেই বোমাটি লুকানো ছিল। সূত্র; দৈনিক বাংলা।
গত বৃহস্পতিবার ম্যানহ্টনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে। সোমবার নিউ ইয়র্কে পৌঁছানো সাবেক এ প্রেসিডেন্ট মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) ম্যানহ্যাটনের আদালতে বিচারক জন মারচেনের সামনে হাজির হবেন। তার আগে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে। বিচারকের সামনে হাজির হওয়ার আগে তার আঙ্গুলের ছাপ নেওয়া হতে পারে। বিচারকের সামনে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সাবেক বা বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্প (৭৬) হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। সূত্র: বিডি নিউজ
উন্নয়নশীলদের চীন-রাশিয়া ঝোঁক
সম্প্রতি তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। স্বল্পোন্নত দেশটি এক বিবৃতিতে বলে, গণপ্রজাতন্ত্রী চীন সরকারই একমাত্র বৈধ সরকার, যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে। তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। এই বিবৃতির পর তাৎক্ষণিকভাবে তাইওয়ানকে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে জানিয়ে দেয় হন্ডুরাস। ফলে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা এখন ১৩-তে দাঁড়িয়েছে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর অনেক দেশকেই পশ্চিমা প্রভাব-বলয় থেকে বেরিয়ে নিরপেক্ষ অবস্থান নিতে দেখা যাচ্ছে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশগুলোর চীন ও রাশিয়ানির্ভরতা। একই সঙ্গে দেশগুলোর এমন অবস্থানে পরোক্ষভাবে কাজ করছে পশ্চিমা ঔপনিবেশিক আমলের শোষণ-বিতৃষ্ণা। বিশেষ করে চীনের বিনিয়োগ এবং রাশিয়ার জ্বালানি বৈশ্বিক মেরুকরণে পশ্চিমা প্রভাব কমাতে ভূমিকা রাখছে।
ব্রিটিশ থিংক ট্যাংক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গবেষণা বলছে, পশ্চিমা বিশ্বের প্রচারণা সত্ত্বেও উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে রাশিয়ার প্রতি সমর্থন। এতে বলা হয়েছে, উন্নয়নশীল বিশ্বের এ সমর্থন বাড়ার অন্যতম কারণ দেশটির বিরুদ্ধে পশ্চিমা অবরোধ আর রাশিয়ার প্রতি চীনের সমর্থন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে রাশিয়াকে একঘরে করার পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টা সত্ত্বেও উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে রাশিয়ার প্রতি সমর্থন। সূত্র: দেশ রুপান্তর