প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৩
সারাদিন ডেস্ক
এবার ‘দেউলিয়া’ সুইস ব্যাংক
সুইজারল্যান্ডের প্রাচীন ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিতে চলেছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড
পরপর বন্ধ হয়েছে দুই মার্কিন ব্যাংক। এবার তার প্রভাব পড়ল ইউরোপেও। সুইজারল্যান্ডের বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিতে চলেছে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড। জানা গেছে, ৩০ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি হয়ে যাবে সুইজারল্যান্ডের প্রাচীন ব্যাংকটি। এ ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিশ্বের নানা দেশের ব্যাংকের তরফে যৌথ বিবৃতি দিয়ে বলা হয়েছে, খুব তাড়াতাড়িই আর্থিক সংকট কেটে যাবে। গত সপ্তাহে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারমূল্যের ব্যাপক পতন হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি তার মোট সম্পদের এক-চতুর্থাংশ হারিয়ে ফেলে। সাময়িক এই ধাক্কা সামলাতে ব্যাংকটি সরকারের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ সহায়তা চায়।এ অবস্থায় মূলত ক্রেডিট সুইস ব্যাংককে বাঁচাতে এগিয়ে এসেছে ইউবিএস। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যাংকটি সুইজারল্যান্ডের সরকারকে জানিয়েছে, তারা ক্রেডিট সুইস ব্যাংক কিনতে আগ্রহী। সূত্র: বিডি নিউজ
জামিনের পর আবার গ্রেপ্তার হলেন ইমরান খানের আত্মীয়
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আত্মীয় হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গ্রেপ্তার হওয়ার পর আজ মঙ্গলবার তাঁকে ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী আদালতে তোলা হয়েছিল। জামিন নিয়ে বেরিয়ে আসার পর আদালত প্রাঙ্গণ থেকে হাসান খানকে আবারও গ্রেপ্তার করা হয়। খবর দ্য ডনের-হাসান খানের বিরুদ্ধে অভিযোগ, ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার সময় পিটিআই নেতা–কর্মীদের সঙ্গে হাসান খানও পুলিশের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়েছিলেন। পুলিশের সঙ্গে ‘খারাপ আচরণ’ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা করা হয়েছিল। পিটিআইয়ের কয়েকজন নেতার সঙ্গে গতকাল গ্রেপ্তার হন পেশায় ব্যারিস্টার হাসান খান।আজ আদালতে তোলা হলে গত ২৮ ফেব্রুয়ারি দায়ের করা দুটি মামলায় জামিন পান হাসান খান। ১৮ মার্চ দায়ের করা সন্ত্রাসবাদবিরোধী মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এর পর আদালত থেকে বেরিয়ে এলে হাসান খানকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।তবে হাসান খানের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, তাঁকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: প্রথম আলো
খাতুনগঞ্জে বেচাকেনা ৩০% কমেছে
দেশে ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেচাবিক্রি অন্তত ৩০ শতাংশ কমেছে। অথচ পবিত্র রমজান মাস সামনে রেখে এই বাজার এখন ক্রেতার ভিড়ে জমজমাট থাকার কথা।বিক্রি কমে যাওয়ার পেছনে তিনটি কারণের কথা বলছেন ব্যবসায়ীরা। ভোগ্য পণ্যের দাম গত বছরের চেয়ে বেশি থাকায় চাহিদা কমে যাওয়া, খাতুনগঞ্জের বাইরে বিভিন্ন উপজেলা সদরে পাইকারি বাজার ছড়িয়ে পড়া এবং চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ওজন স্কেলের কড়াকড়ি। এই ব্যাপারে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ কালের কণ্ঠকে বলেন, ‘আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় ভোক্তার চাহিদা কমেছে, এতে কোনো সন্দেহ নেই। এর পরও বেচাকেনা হতো, কিন্তু চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওজন স্কেল চট্টগ্রামভিত্তিক আমদানিকারক, আড়তদার, পাইকারি ব্যবসায়ীদের পথে বসিয়েছে। স্কেল বৈষম্যের কারণে পরিবহন খরচ বাড়তি হওয়ায় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আমদানি পণ্য এখন সড়কপথে কেউ নিতে চায় না। এ কারণে বড় শিল্প গ্রুপগুলো আমদানি পণ্য বন্দরের বহির্নোঙরে নামিয়ে ছোট জাহাজে করে সরাসরি ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে।’ সূত্র: কালের কণ্ঠ
আইএমএফের ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ পেল শ্রীলঙ্কা
ঋণ সংকটে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেলআউট ঋণ পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সোমবার বলেছেন, আইএমএফ ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বেলআউট ঋণের অনুমোদন দিয়েছে। এতে করে দ্বীপরাষ্ট্র সংকট নিরসনের আশা জুগিয়েছে। আইএমএফ বোর্ডও ঋণ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।এক বিবৃতিতে রনিল বিক্রমাসিংহে বলেছেন, আমি আইএমএফ এবং আমাদের আন্তর্জাতিক সহযোগীদের তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ট্র্যাকে ফিরিয়ে আনতে চাই। খবর উইওন নিউজের। গত এপ্রিলে শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি ৭০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক আর্থিক সংকটে পড়ে ঋণ পরিশোধে ব্যর্থ হয়। সূত্র: সমকাল
শি-পুতিন দুই ‘প্রিয় বন্ধু’র মস্কোয় আলোচনা শুরু
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন। খবর আরটি ও আল জাজিরা’র।মস্কোয় তিনদিনের সফর করছেন শি জিনপিং। এ সফরে রুশ ও চীনা প্রেসিডেন্ট বৈশ্বিক বিভিন্ন বিষয় ও রাশিয়া-চীন সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। ‘আমি জানি আগামী বছর আপনার দেশে আরেকটি প্রেসিডেনসিয়াল নির্বাচন হবে,’ অনুবাদকের মাধ্যমে পুতিনকে বলেন শি।শি জিনপিং আরও বলেন, তিনি ‘নিশ্চিতভাবে জানেন’ যে আগামী বছরের নির্বাচনের আগে বর্তমানে রাশিয়ান জনগণের সমর্থন উপভোগ করছেন পুতিন।’আপনার সুদৃঢ় নেতৃত্বের কারণে রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। আমি নিশ্চিত যে রাশিয়ান জনগণ আপনার শুভ উদ্যোগে আপনাকে শক্তভাবে সমর্থন জানাবে,’ শি বলেন।এ সময় পুতিনকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করেন শি জিনপিং। পুতিনও শিকে একইভাবে সম্বোধন করেছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
চীনে ক্রমেই দুর্বল হচ্ছে জিএমের অবস্থান
চীনে ধীরে ধীরে অবস্থান দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানি জেনারেল মোটরসের (জিএম)। বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারে ২০১৫ সালে কোম্পানিটির হিস্যা যেখানে ছিল ১৫ শতাংশ, ২০২২ সালে তা নেমে আসে ৯ দশমিক ৮ শতাংশ। ২০০৪ সালের পর এই প্রথম কোম্পানিটির হিস্যা দুই অংকের নিচে নেমে এল। ২০১৪ সালে রেকর্ড আয়ের পর গত বছর জিএমের আয় কমেছে ৭০ শতাংশ। খবর সিএনবিসি। চীনে শুরু হওয়া করোনা মহামারী এতে অংশত দায়ী। তবে বৈশ্বিক মহামারী শুরুর আগে থেকেই সংকটের আলামত পাওয়া যাচ্ছিল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ছিল জিএমের পারফরম্যান্সে। এছাড়া সরকার সহায়তাপুষ্ট স্থানীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোও জিএমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অন্যান্য মার্কিন কোম্পানি চীনের বাজারে কোণঠাসা হলেও জিএমের পরিস্থিতি বেশ লক্ষণীয়। ফোর্ড মোটরের মতো স্বদেশী প্রতিদ্বন্দ্বীর চেয়ে জিএমের কার্যক্রম বেশ বিস্তৃত। তবে কেউ কেউ বলছেন চীনের করোনাভাইরাস মহামারী মোকাবেলা এবং বছরের শেষ দিকে নতুন করে সংক্রমণ বৃদ্ধি জিএমের ইক্যুইটি থেকে আয় প্রায় ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। অবশ্য জিএমের ইক্যুইটি থেকে আয় ২০১৪ ও ২০১৫ সালে ২০০ কোটি ডলারের রেকর্ড স্পর্শ করলেও ২০১৯ সালে তা ৪৫ শতাংশ কমে। ২০২২ সালে তা আরো কমে ৬৭ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়ায়।চীনা বাজার বিশেষজ্ঞ ও পরামর্শক প্রতিষ্ঠান জোজো গোর সিইও মাইকেল ডান বলেন, ‘জিএমের বেহাল দশা কভিডের কারণে সৃষ্টি হয়নি। কভিড শুরুর আগে থেকেই শুরু হয়েছে। শীর্ষ দুই অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছিল। প্রভাবটা কতটুকু হয়তো তা পরিমাপ করে বলা যাবে না। তবে তা বেশ বিস্তৃতই বটে।’ সূত্র: বণিক বার্তা ।
শি-পুতিনে চোখ বিশ্বের
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গতকাল সোমবার মস্কোয় তাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিনের এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শি’র আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। তবে দুই নেতার এ আলোচনায় ইউক্রেন যুদ্ধে ইতিবাচক কোনো প্রভাব পড়ে কি না সবার চোখ থাকবে সেদিকেই।বার্তা সংস্থা এএফপি বলছে, চীনের প্রেসিডেন্ট শি ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় তার দেশের ভূমিকা রাখার চেষ্টা এগিয়ে নেবেন; আর অন্যদিকে, পুতিন পশ্চিমা চাপের বিরুদ্ধে চীনের সমর্থন প্রত্যাশা করবেন বলেই মনে করা হচ্ছে। গত বছর শি ও পুতিন ‘সীমাহীন’ অংশীদারিত্ব চুক্তি করেছিলেন। শি’র সফরের আগে দিয়ে চীনের সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে পুতিন বলেন, ‘পুরনো ভালো বন্ধু’ শি’র সফর নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। ওই নিবন্ধে ইউক্রেন যুদ্ধে চীনের মধ্যস্থতাকারী হওয়ার ইচ্ছাকেও স্বাগত জানিয়েছেন তিনি। পুতিন বলেছেন, মস্কো ও পেইচিংয়ের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্নায়ুযুদ্ধ যুগের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চীনের নেতার সঙ্গে বৈঠক নিয়ে তার অনেক প্রত্যাশা রয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক নতুন মাত্রা পাবে। সূত্র: জাগো নিউজ
আধিপত্য হারাচ্ছে পশ্চিমারা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ায় পৌঁছানোর আগেই শি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিবন্ধ প্রকাশিত হয়েছে দুই দেশের সংবাদপত্রে। সোমবার ‘চীন-রাশিয়া বন্ধুত্ব, সহযোগিতা ও সাধারণ উন্নয়নের নতুন অধ্যায় খুলতে এগিয়ে’ শিরোনামে রাশিয়ান গেজেট এবং আরআইএ (রিয়া) নভোস্তি সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে শি জিনপিংয়ের নিবন্ধ। এর আগে রোববার চীনের সংবাদপত্র পিপলস ডেইলিতে শি’র সফর নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নিবন্ধ প্রকাশিত হয়। উভয় নিবন্ধেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। শি তার নিবন্ধে বলেন, তার দেশ ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত। ভ্লাদিমির পুতিন-চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফর হবে একটি যুগান্তকারী ঘটনা। এই সফর আমার পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার একটি দুর্দান্ত সুযোগ। প্রেসিডেন্ট শি জিনপিং ও আমি প্রায় ৪০ বার সাক্ষাৎ করেছি। সূত্র: যুগান্তর
ক্রাইমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে: ইউক্রেইন
ক্রাইমিয়ার উত্তরাঞ্চলে রেলপথে পরিবহনের সময় এক বিস্ফোরণে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে বলে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। কৃষ্ণসাগরের উপদ্বীপটির জানকোই শহরের রুশপন্থি প্রধান জানিয়েছেন, ওই এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে।বিবিসি জানিয়েছে, ইউক্রেইন এ বিস্ফোরণের কথা ঘোষণা করলেও তারা এই হামলার পেছনে আছে তা পরিষ্কার করে বলেনি। যদি নিশ্চিত হয়, তাহলে ক্রাইমিয়ায় ইউক্রেইনের সামরিক বাহিনীর চালানো বিরল অভিযান হবে এটি; ২০১৪ সাল থেকে এই উপদ্বীপটিকে নিজেদের সীমান্তভুক্ত করে রেখেছে রাশিয়া।এক বিবৃতিতে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এটি (বিস্ফোরণ) রাশিয়াকে নিরস্ত্রীকরণ করা অব্যাহত রাখা ও ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল বন্ধ করার প্রস্তুতি।” কিয়েভ বলেছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহর ব্যবহার করবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্র: বিডি প্রতিদিন।
‘বিশ্বব্যাপী মুসলিম ক্রিকেটারদের জন্য একজন দৃষ্টান্ত আলিম দার’
পাকিস্তানের আম্পায়ার আলিম দার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন। এলিট প্যানেল হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের সর্বোচ্চ শ্রেণি।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল আম্পায়াররা সাধারণত বিভিন্ন আইসিসি টুর্নামেন্টের বড় বড় আন্তর্জাতিক ম্যাচগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যুতে এলিট প্যানেলের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের দায়িত্ব দিয়ে থাকে আইসিসি।সেই এলিট প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ কভার করা আম্পায়ার আলিম দার।আন্তর্জাতিক ক্রিকেটে আলিম দার ৪৩৫টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি প্রথম পাকিস্তানি হিসেবে ২০০৪ সালে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন।তবে এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেও আলিম দার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে পারবেন যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে নির্বাচন করে। সূত্র: বিবিসি বাংলা।