প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নতুন পদে যোগদান করেন।
অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আমি আজ আইইআরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। নতুন কর্মপরিকল্পনা বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তন আসতে যাচ্ছে, সেখানে পাঠ্যক্রম থেকে শুরু করে শিক্ষা পদ্ধতি, সিলেবাস এবং শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নতুন যে সিলেবাসের নকশা প্রণয়ন করা হয়েছে সেটি নিয়ে কাজ করা সহ আইইআর ইন্সটিটিউটের সকল শিক্ষকের সহযোগিতায় এবং প্রশাসনের সমর্থনে সামনের দিনগুলোতে আইইআর ইন্সটিটিউটকে সুনাম এবং খ্যাতির জায়গায় পৌঁছে দিতে চাই।
অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে একই বিভাগের সহকারী অধ্যাপক এবং ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন ।
এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত একই বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী সময়ে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ছিলেন। এছাড়া অধ্যাপক বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।#